শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের যৌথ ইস্তাহার এবং এ সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের অধিবেশনের যৌথ ইস্তাহার অনুযায়ী , ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত শাংহাই সহযোগিতা সংস্থার উদ্যোগে শান্তিপূর্ণ দায়িত্ব-২০০৭ নামক সন্ত্রাস দমন মহড়া অনুষ্ঠিত হবে ।
মহড়া চীনের উরুমুচি ও রাশিয়ার ছেলিয়াবিনস্কে অনুষ্ঠিত হবে । মহড়ার মাধ্যমে সন্ত্রাসবাদ , বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদের ওপর আঘাত হানার ব্যাপারে সদস্য দেশগুলোর দৃঢ়সংকল্প ও ক্ষমতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণ করাসহ ইউরোপ-এশিয়া তথা সুষম বিশ্ব গড়ে তোলার ব্যাপারে শাংহাই সহযোগিতা সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে ।
চীন , কাজাখস্তান , কিরগিজস্তান , রাশিয়া , তাজিকিস্তান ও উজবেকিস্তানের সশস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ গ্রহণ করবে । ( থান ইয়াও খাং)
|