চীনে ভূমি ব্যবহারের অনুমোদন, খনি সম্পদ উত্তোলনের অনুমতি এবং সম্পদ পুনঃব্যবহারের দিক থেকে ভূভাগ ও জ্বালানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে জ্বালানি সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর কাজ ত্বরান্বিত করা হবে ।
১১ জুলাই চীনের ভূভাগ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , চীনে যে সব শিল্প প্রতিষ্ঠান অধিক জ্বালানী ব্যবহার করে ও অতিরিক্ত দূষণযুক্ত এবং ভূমির দাম বৃদ্ধি ও কর আদায় করছে সে সব শিল্প প্রতিষ্ঠানের উত্পাদনকে সীমিত করা হবে বা সেগুলিকে বন্ধ করে দেয়া হবে ।
চীনের ভূভাগ ও জ্বলানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জ্বালানি সাশ্রয় ও পুনঃব্যবহারের ক্ষেত্রে প্রধান প্রধান খনি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা হবে এবং বর্জ্য পদার্থের পুনঃব্যবহারের জন্য এ সব খনি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানকে উত্সাহ দেয়া হবে ।
তা ছাড়া চীনের ভূগর্ভস্থ উত্তাপ সম্পদের অনুসন্ধান ও উন্নয়নের কাজকেও ত্বরান্বিত করা হবে ।( থান ইয়াও খাং )
|