চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১২ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন মনে করে, মার্কিন যুক্তরাষ্ট্র ও মিয়ানমার মধ্যে সরাসরি সংলাপ কল্যাণকর ও ইতিবাচক হবে।
ছিন কাং বলেছেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের অনুরোধে চীন দু'দেশের প্রতিনিধিগণের পেইচিংয়ে মত বিনিময়ের ব্যবস্থা করেছে। তিনি বলেছেন, চীন মনে করে, দু'পক্ষ প্রত্যক্ষ সংলাপের মাধ্যমে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জনে সক্ষম হবে। তা দু'পক্ষের সমঝোতা উন্নয়নের জন্যও কল্যাণকর।
(পান্না)
|