জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তিনটি সদস্য দেশ --ব্রিটেন, ফ্রান্স এবং ঘানা ১১ জুলাই এক খসড়া প্রস্তাবে নিরাপত্তা পরিষদকে দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের শান্তি রক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে। নিরাপত্তা পরিষদ এ খসড়া প্রস্তাবের ওপর ভোট গ্রহণের সময় এখনো নির্ধারণ করেনি।
এ খসড়া প্রস্তাব অনুযায়ী, সামরিক কর্মকর্তা, পুলিশ এবং সংশ্লিষ্ট বিশেষ পুলিশ সদস্য নিয়ে গঠিত হবে এবারের শান্তি রক্ষী বাহিনী। এর মোট সংখ্যা হবে প্রায় ২৬ হাজার। একই সঙ্গে জাতিসংঘ এ শান্তি রক্ষী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করবে এবং সার্বিক সহায়তা দেবে। উল্লেখ্য, এ বাহিনীর কার্যমেয়াদ প্রাথমিকভাবে ১২টি মাস নির্ধারণ করা হয়েছে।
এ খসড়া প্রস্তাব দারফুরের বিভিন্ন সম্প্রদায়কে আবলম্বে সকল প্রকার সশস্ত্র তত্পরতা বন্ধ করার তাগিদ দিয়েছে। একই সঙ্গে এ প্রস্তাব সুদান সরকার ও সরকার বিরোধী সশস্ত্র সংগঠনগুলোকে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
|