v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-12 18:45:31    
ইরানের পারমাণবিক সমস্যার কোন অনুকূল পরিবর্তন হবে কি?(ছবি)

cri

ইরানে  আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কার্য গ্রুপ

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপ-মহাপরিচালক ওলি হেইনোনেনের নেতৃত্বাধীন এই সংস্থার একটি কার্য গ্রুপ ১১ জুলাই ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে। এই গ্রুপ প্রযুক্তি, আইন ও নীতি বিষয়ক ক্ষেত্রের পাঁচ জন কর্মকর্তাকে নিয়ে গঠিত। তাঁরা ইরানের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে তাদের পরিকল্পিত কার্যক্রম নিয়ে আলোচনা করবেন, যাতে দীর্ঘকাল ধরে বিদ্যমান ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করা যায়। তেহরানে কার্য গ্রুপের আসায় ইরানের পারমাণবিক সমস্যার কোন পরিবর্তন হবে কিনা তা নিয়ে লোকজন ভাবতে শুরু করেছে।এর পিছনে কয়েকটি কারণও রয়েছে।

    প্রথমতঃ ইরানের পারমাণবিক আলোচনার শীর্ষ প্রতিনিধি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির সচিব আলি লারিজানির আমন্ত্রণে এই কার্য গ্রুপ ইরানে এসেছে। ২৪ জুন ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আল বারাদেইর সঙ্গে সাক্ষাত্ করার সময় লারিজানি এই সংস্থাকে একটি কার্য গ্রুপ ইরানে পাঠানোর আমন্ত্রণ জানান। যাতে ইরানের পারমাণবিক পরিকল্পনার অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করা যায়। লারিজানির এই সিদ্ধান্ত ইরান বিবাদ বিদ্যমান পারমাণবিক তত্পরতা নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে ব্যাখ্যা করার প্রস্তুতি নিয়েছে।

    দ্বিতীয়তঃ ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা আলায়েদীন বরৌজার্দি স্পষ্টভাবে বলেছেন, ইরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে কার্য গ্রুপ পাঠানোর আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে লারিজানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ক উধ্বর্তন প্রতিনিধি জাভিয়ের সোলানার মধ্যকার অব্যাহত বৈঠকের জন্য প্রযুক্তিগত বাধা নিরসন করা।

    তৃতীয়তঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক বারাদেই ৯ জুলাই ভিয়েনায় বলেছেন, ইরান নাতান্জের পারমাণবিক সরজ্ঞামে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউগ্যাল মেশিন স্থাপনের গতি মন্থর করেছে। এটা হচ্ছে বর্তমান ইরানের পারমাণবিক সমস্যার অচলাবস্থা নিরসনের ইঙ্গিত। জনমত মনে করে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এই সময় কার্য গ্রুপ পাঠালে পরিস্থিতি প্রশমিত হবে এবং ইরানের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানের কাজ ত্বরান্বিত হবে।

    কিন্তু বিশ্লেষকরা লক্ষ্য করেছেন যে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কার্য গ্রুপ তেহরানে পৌঁছানোর একই দিনে ইরানের কিছু অসঙ্গতিমূলক তথ্য বের হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরান আশা করে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কার্য গ্রুপের সঙ্গে বৈঠকের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত যে কোন সন্দেহ দূর করা যায়। কিন্তু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ হবে না। তিনি বলেছেন, পাশ্চাত্য দেশগুলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ হওয়ার প্রত্যাশা করা ঠিক হবে না। সেন্ট্রিফিউগ্যাল মেশিন স্থাপনের প্রক্রিয়া মন্থর হতে পারে, দ্রুতও হতে পারে। কিন্তু কেউ ভাববেন না, ইরান নিজের অধিকার ত্যাগ করে পারমাণবিক তত্পরতা বন্ধ করবে। একই দিন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহদি মোস্তফা বলেছেন, ইরানের পারমাণবিক তত্পরতা আগের মতোই চলছে। এর কোন পরিবর্তন হয় নি। তিনি বলেছেন, ইরান সরকার আশা করে, বৈঠকগুলোর কারণে ইরানের পারমাণবিক তত্পরতা আরো স্বচ্ছল ও বৈধ হতে যাচ্ছে।

    ৯ জুলাই বারাদেই ভিয়েনায় বলেছেন, শেষ পর্যন্ত ইরান যদি তার নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং তার পারমাণবিক সমস্যার বিদ্যমান সন্দেহ বাতিল করা যায় এবং সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করে। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ও জার্মানী অস্থায়ীভাবে ইরানের ওপর নতুন শাস্তি আরোপের সিদ্ধান্ত পিছিয়ে দেবে। এই প্রসঙ্গে আহমাদিনেজাদ বলেছেন, ইরানের যাবতীয় পারমাণবিক তত্পরতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে চলছে। ইরান নিজের অধিকার অর্জনের জন্য প্রচেষ্টা চালাবে।