আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জমারাই বাশিরি ১২ জুলাই বলেছেন, এদিন পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশে আফগানিস্তানের পুলিশ ও আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনীর ওপর বোমা বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন পুলিশ নিহত এবং একজন আহত হয়েছে।
তিনি বলেছেন, এদিন সকালে খোস্ত প্রদেশের ইয়াকুবি এলাকায় আফগানিস্তানের পুলিশ ও আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনী টহল দেয়ার সময়ে এ বোমার বিস্ফোরণ ঘটে।
খোস্ত প্রদেশ পূর্ব আফগানিস্তানে অবস্থিত। এখানে তালিবান সশস্ত্র ও আল-কায়েদা সংস্থার অভিযানের মাত্রা বেশি। মে মাসে তালিবান সশস্ত্র সংস্থা বলেছে, সারা দেশে তাদের প্রতি-আক্রমণের অভিযান শুরু হয়েছে। সম্প্রতি আফগানিস্তানের পুলিশ ও আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনীর ওপর হামলা চালানোর ঘটনা বেড়ে গেছে।
(পান্না)
|