১১ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ইসলামাবাদের লাল মসজিদে সামরিক অভিযান শেষ করার কথা ঘোষণা করেছেন ।
এদিন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মসজিদের ভিতরে এখন আর কেউ নেই । অভিযানে হতাহতের সংখ্যা অনুমাণকৃত সংখ্যার চেয়ে অনেক কম । এ পর্যন্ত নিহত কোনো নারী ও শিশুকে খুঁজে পাওয়া যায় নি । তিনি বলেছেন, বর্তমানে সেনাবাহিনী শেষ পর্যায়ের প্রাসঙ্গিক কাজ করছে । সকল কাজ সম্পন্ন করার পর সংবাদ মাধ্যমকে মসজিদ পরিদর্শনের অনুরোধ জানানো হবে । এসব কাজ ১২ জুলাই সকালের মধ্যে শেষ হবে বলে অনুমাণ করা হচ্ছে ।
তিনি আরো বলেছেন, কয়েকজন ধর্মীয় নেতার লাল মসজিদের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুল রাশিদ ঘাজির সঙ্গে সংলাপ ভেঙ্গে যাওয়ার কারণ হল ঘাজি পাকিস্তান সরকারকে তার বিদেশী বন্ধুদের ওপর আইনগত কোনো শাস্তি আরোপ না করার দাবি জানানো ।
অন্য এক খবরে জানা গেছে, ইসলামী চরমপন্থীদের একটি ওয়েবসাইট ১১ জুলাই আল কায়েদা সংস্থার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির ধারণকৃত বক্তব্য প্রচার করেছে । তিনি পাকিস্তানীদের পাকিস্তান সরকারের লাল মসজিদে অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছেন । এটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে প্রচারিত তৃতীয় বারের মত জাওয়াহিরি'র কথা ।
(ছাও ইয়ান হুয়া)
|