১২ জুলাই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মুহামেদ আল বারাদেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বলেছেন, যদিও উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং পরমাণু চুল্লীর যন্ত্রপাতি সীল করার কাজ কয়েক মাসের জন্য স্থগিত হয়েছে, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও উত্তর কোরিয়ার সঙ্গে ইয়ংবিয়ংয়ের পরমাণু চুল্লী বন্ধ ও সীল করার বিষয়টি পরিদর্শন নিয়ে মতৈক্য হওয়ার কারণে এ কাজ অবাধভাবে চালানো যাবে বলে অনুমাণ করা হচ্ছে ।
দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রযুক্তিমূলক সহযোগিতার ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকালে বারাদেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ইয়ংবিয়ং পরমাণু চুল্লীর বন্ধ প্রক্রিয়া খুব জটিল নয় । সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হবে উত্তর কোরিয়ার পারমাণবিক পরিকল্পনার আবেদনপত্র এবং তার পারমাণবিক স্থাপনার সামর্থ্যহীনতা। এ প্রক্রিয়ায় চালানো কর্মকাণ্ডপরিদর্শন দরকার ।
(ছাও ইয়ান হুয়া)
|