চীনের থাইওয়ানের গুরুতর রোগী একজন ব্যবসায়ী মূলভূভাগে এসে পুঁজিবিনিয়োগের পরিবেশ পরিদর্শন করেন। বর্তমানে তাঁর শিল্প-প্রতিষ্ঠান উত্তর চীনের হোবেই প্রদেশের বৃহত্তম তাইওয়ান পুঁজি শিল্প-প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এছাড়া, এক বিশেষ সুযোগ পেলে তিনি পুরনায় স্বাস্থ্য হয়েছেন। এ দু'টি কারণের মাধ্যমে তিনি মূলভূভাগের অসংখ্য মোহিনীশক্তি অনুভব করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে হুয়াং ছাওছিনর গল্প বলবো।
হুয়াং ছাওছিন তাইওয়ানের বিখ্যাত্ ইয়েলিয়ান আন্তর্জাতিক গোষ্ঠীর মহাপরিচালক। ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে তিনি আমন্ত্রণে উত্তর চীনের হোবেই প্রদেশের লুয়ান জেলায় পুঁজিবিনিয়োগের পরিবেশ পরিদর্শন করেন। এর আগে ১৯৯৫ সালে লুয়ান জেলার ব্যবসা সংগ্রহ বিষয়ক কর্মকর্তারা অনেক পদ্ধতির মাধ্যমে হুয়াং ছাওছিনকে হোবেইতে এসে পুঁজিবিনিয়োগের আমন্ত্রণ জানান। কিন্তু হুয়াং ছাওছিন উত্তর চীনের ঠান্ডা আবহাওয়া ভয়ে লাগে, সেজন্য তিনি লুয়ান জেলায় পুঁজিবিনিয়োগের পরিকল্পনা ত্যাগ করতে চারতেন। তিনি বলেছেন,
'আসলে আমি হোবেই প্রদেশে আসতে চাই না। কারণ এখানে একবছরে শুধু আট মাসে কাজ কারতে পারি। অন্যান্য চার মাসে খুবই ঠান্ডা। সেজন্য এ চার মাসে উত্পাদিত খড়চ অনেক বেশি। আগে আমি পছন্দ করতাম এবং আসতে চাতাম না।'
কিন্তু লুয়ান জেলা সরকারের আন্তরিত আমন্ত্রণে হুয়াং ছাওছিন মুগ্ধ হন। তিনি লুয়ান জেলায় পরিদর্শনের সিদ্ধান্ত নেন। লুয়ান জেলায় পরিদর্শনের সময় স্থানীয় সরকার হুয়াং ছাওছিনকে অনেক মনোযোগ দেয়। তিনি প্রথম জীবনে এক খুবই গুরুতর রোগে আক্রান্ত হন। তাঁর উচিত ওয়িলচেয়ারে হাতাহাতি করা। হুয়াং ছাওছিনের জীবনযাত্র আরো সুবিধা হওয়ার জন্য লুয়ান জেলা সরকার তাঁকে বিশেষ গাড়ীভারা ও রাঁধুনি মোতায়েন করে। এতে তিনি খুবই মুগ্ধ হন। ১৯৯৯ সালের মে মাসে তিনি লুয়ান জেলায় ২.৬ মিলিয়ন মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করে থাইশান ইয়েলিয়ান প্ল্যাস্টিক পণ্যদ্রব্য উত্পাদন কোম্পানি প্রতিষ্ঠা করেন।
ইয়েলিয়ান প্ল্যাস্টিক পণ্যদ্রব্য উত্পাদন কোম্পানি প্রতিষ্ঠার পর অনেক সাফল্য লাভ করে। এরফলে হুয়াং ছাওছিন ও লুয়ান জেলার মধ্য ভাবাবেগ গভীর হয়। কোম্পানি উত্পাদনের পর এক বছরের ৩৬৫দিনের মধ্যে হুয়াং ছাওছিন ৩৩০দিনেরও বেশি সময় লুয়ান জেলায় থাকেন। তিনি পুরোপুরি নিজের শিল্প-প্রতিষ্ঠান পরিচালনা করেন। কোম্পানিটি অনেক মুনাফা লাভের কারণে তিনি পুঁজিবিনিয়োগের আকার বাড়ানোর সিদ্ধান্ত দেন। ২০০১ সালে তিনি ৮.৫ কোটি মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করে ২০০৪ সালের জুলাই মাসে থাংশান ইয়েলিয়ান পাইপ লাগানো কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি হল হোবেই প্রদেশের বৃহত্তম তাইওয়ান পুঁজি শিল্প-প্রতিষ্ঠান।
কোম্পানি প্রতিষ্ঠা ও উন্নয়নের প্রক্রিয়ায় হুয়াং ছাওছিনকে লুয়ান জেলা সরকার অনেক সমর্থন দেয়। ২০০৩ সালের জুন মাসে লুয়ান জেলা সরকার উত্তর-পূর্ব লুয়ান জেলায় তাইওয়ান ব্যবসায়ীদের শিল্প কেন্দ্র প্রতিষ্ঠা করে। এটি হল হোবেই প্রদেশ সরকার নির্ধারিত একমাত্র শিল্প কেন্দ্র যে প্রধানত তাইওয়ান পুঁজি শিল্প-প্রতিষ্ঠান রয়েছে। তাইওয়ান পুঁজি শিল্প-প্রতিষ্ঠান কেন্দ্রে সড়কের নাম প্রধানত হল তাইওয়ানের বিখ্যাত্ দর্শনীয় স্থানের নাম এবং তাইওয়ানের জনপ্রিয় উদ্ভিদ চাষ করা হয়। ঘন ঘন তাইওয়ান রীতিতে তাইওয়ানের ব্যবসায়ীদের বাড়িতে ফিরে যাওয়ার অনুভূতি লাগে।
বর্তমানে, ৩১টি তাইওয়ান পুঁজি শিল্প-প্রতিষ্ঠান এ কেন্দ্রে অবস্থান করে। এরমধ্যে তাইওয়ানে অনেক বিখ্যাত্ শিল্প-প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। মোট ৪.৪ বিলিয়ন ইউয়ান রেনমিনবি পুঁজিবিনিয়োগ করা হয়। ২০০৬ সালে তাইওয়ান পুঁজি শিল্প কেন্দ্রের উত্পাদিত মূল মোট ১.১৪বিলিয়ন ইউয়ান রেনমিনবি এবং ১১কোটি ইউয়ান রেনমিনবির মুনাফা বাস্তবায়িত হয়। তাইওয়ান পুঁজি শিল্প কেন্দ্রের পরিচালনা কমিশনের উপ পরিচালক চাং চিনচং বলেছেন, এ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য হল হুয়াং ছাওছিনের মত তাইওয়ানের ব্যবসায়ীদেরকে আরো সুষ্ঠু উন্নয়নের পরিবেশ সরবরাহ করা। তিনি বলেছেন, 'আমারা শিল্প কেন্দ্রের পরিবেশের নির্মাণে প্রধানত সেবার পর্যায় উন্নয়ন করি। শিল্প-প্রতিষ্ঠানগুলোর স্বার্থ অনুযায়ী আন্তর্জাতিক সেবার ব্যবস্থা প্রতিষ্ঠা করি। আমরা পরিকল্পনা যাচাই'র সকল প্রক্রিয়ায় সুবিধা সরবরাহ, নির্মাণের প্রক্রিয়ায় সার্বিকভাবে সেবা ও উত্পাদনের পর সবসসয় সেবা করি। এরফলে তাইওয়ান ও বিদেশী ব্যবসায়ীরা নিষ্চিন্ত ও আনন্দে এখানে থাকেন, উত্পাদন ও কাজ করেন।'
লুয়ান জেলায় হুয়াং ছাওছিন শুধু শিল্প-প্রতিষ্ঠানের সাফল্য লাভ করেন তা নয়, বরং তিনি পুনরায় স্বাস্থ্য লাভ করেন। লুয়ান জেলা সরকার অফিসের পরিচালক ফেই সিউওয়েন বলেছেন, 'তিনি ওয়িলচেয়ারে বিমান থেকে নামেন। তিনি খুবই গুরুতর রোগে আক্রান্ত হন। তাঁর হাত অনেক কাঁপছিল। তিনি খাবার খাওয়ার সময় চোপস্টিক ব্যবহার করতে পারতান না। তিনি শুধু চামচ ব্যবহার করতে পাতান। কিন্তু আর্ধেক বাইরে পড়ে।'
ফেই সিউওয়েন বলেছেন, হুয়াং ছাওছিনের রোগের পরিস্থিতি অনুযায়ী, লুয়ান জেলা সরকার তাঁকে একজন ঐতিহ্যিক চীনা চিকিত্সা ডক্টর আমন্ত্রণ করে। হুয়াং ছাওছিন সন্দেহভংগী দৃষ্টি পোষণ করে চিকিত্সা গ্রহণ করেন। এক সপ্তাহের পর হুয়াং ছাওছিনের স্বাস্থ্য স্পষ্টভাবে ভাল হয়। ক্রমান্বয়ে তিনি ওয়িলচেয়ার ত্যাগ করে নিজস্ব হাতাহাতি করতে পারেন। ২০০১ সাল পর্যন্ত তাঁর স্বাস্থ্য মৌলিক পুনরুদ্ধা হয়। তিনি যুবকের মত কাজ করতে পারেন। তাইওয়ানের ডক্টর বলেছেন, এটি হল একটি বিস্ময়। হুয়াং ছাওছিন খুবই মুগ্ধ হন। তিনি বলেছেন, 'আমার মনে করি, এটি হল একটি বিস্ময়। সেজন্য আমি অনেক মূল্যায়ন দেই।'
হুয়াং ছাওছিন ২০০৭ সালে আরো ২৯কোটি মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করে ইয়েলিয়ান পাইপ লাগানো কোম্পানির দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা প্রতিষ্ঠা করেন। যাতে তাঁর ব্যবসা চীনের বৃহত্তম রাসায়নিক শিল্প উপকরণের কেন্দ্রে পরিবর্তন করা যায়।
তিনি বলেছেন, 'আমি সারা জীবনে লুয়ান জেলা ত্যাগ করবো না। আমি আমার প্রধান ব্যবসা লুয়ান জেলায় হস্তান্তর করবো। আমি আশা করি, আমি পরের জীবনে আমার শিল্প-প্রতিষ্ঠানের উত্পাদিত লাইন ও পণ্যদ্রব্যের লাইন প্রতিষ্ঠা করতে পাবো।'
|