v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-11 20:13:22    
"চীন-রাশিয়া মৈত্রীর চীন যাত্রা" সাংবাদিক দলের আলোচনা সভা মস্কোয় অনুষ্ঠিত

cri

  চীন আন্তর্জাতিক বেতার ও রাশিয়ার বার্তা সংস্থা -- তাসের সঙ্গে যৌথভাবে আযোজিত " চীন- রাশিয়া মৈত্রীর চীন যাত্রা" নামে সাক্ষাত্কার সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে । সাক্ষাত্কারে অংশগ্রহণকারী রাশিয়ার সাংবাদিকরা ১০ জুলাই আবার রাশিয়ার "চীনা বর্ষ" সম্পর্কিত মস্কোর চীনা সংবাদ কেন্দ্রে মিলিত হয়েছেন । তারা চীনে সাক্ষাত করার অভিজ্ঞতাও অর্জিত সাফল্য সম্পর্কে মত বিনিময় করেছেন ।

  রাশিয়ার "চীনা বর্ষ" সম্পর্কিত চীনা বার্তা সংস্থার প্রধান তিন সিয়াওমিং এবারের সাংবাদিক আলোচনা সভা পরিচালনা করেছেন । ভাষণে তিনি সাক্ষাত্কারনেয়া রাশিয়ার সংবাদদাতাদের প্রশংসাকরেছেন । নিঃসন্দেহে সবেমাত্র সমাপ্ত " চীন-রাশিয়া মৈত্রীর চীন যাত্রা" নামক কর্মসূচী " চীনা বর্ষে"একটি বৃহত্তম এবং ব্যাপকতম প্রভাবের একটি সাংবাদিক তত্পরতা । গোটা তত্পরতার প্রতি দিনে আমরা আপনাদের কাজের ওপর মনোযোগ দিয়েছি । টেলিভিশন অনুষ্ঠান, সংবাদপত্র, বেতার অনুষ্ঠান এবং নেটের মাধ্যমে আপনাদের প্রবন্ধ ও রিপোর্ট পড়েচি । আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাশিয়ার জনসাধারণ চীনকে জানার সুযোগ পেয়েছেন । তারা একটি সত্যিকার , সার্বিক এবং পূর্ণ চীনকে জানতে পেরেছেন ।

  রাশিয়াস্থ চীনা দূতাবাসের মিনিস্টার ও কাউন্সিলার ইয়োপিং প্রশংসা করে বলেছেন , "চীন-রাশিয়া মৈত্রীর চীন যাত্রা" নামে কর্মসূচী রাশিয়া " চীনা বর্ষ" তত্পরতার একটি গুরুত্বপূর্ণ অংশ । দুদেশের সাংবাদিকরা এক মাসের মধ্যে ৮৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে চীনের ১৫টি প্রদেশ , কেন্দ্রশাসিত মহা নগর এবং স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করেছেন । রাশিয়ার সাংবাদিকরা চীনের ইতিহাস , সংস্কৃতি , ঐতিহ্য ও রীতিনীতি সম্পর্কে অনেক জানতে পেরেছেন । তারা স্বচোখে রাশিয়ান জনগণের প্রতি চীনা জনগণের বন্ধুত্বপূর্ণ মনোভাব অনুভব করেছেন । রাশিয়ার সাংবাদিকরা রাশিয়ার সংবাদমাধ্যমগুলোতে বিপুল পরিমানে রিপোর্ট লিখেছেন । এটা চীন সম্পর্কেজানতে রাশিয়ার জনগণকে সহায়তা করবে এবং দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা ও ঐত্যিহ্যিক বন্ধুত্ব জোরদার করতে উপকার হবে ।

  রাশিয়ার বার্তা সংস্থার উপপ্রধান ভ্লাদিমির কুচিকো আলোচনা সভায় ভাষণ দিয়েছেন । " চীন যাত্রা" তত্পরতা সাফল্যের সঙ্গে যে সমাপ্ত হয়েছে বলে তিনি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন । তিনি বলেছেন , মৈত্রীর প্রতিষ্ঠা পারস্পরিকসমঝোতা দরকার । পারস্পরিক সমঝোতা করতে হলে পারস্পরিক সমঝোতা জোরদার করতে হবে । চীনকে আরও ভাল করে জানার ব্যাপারে আপনারা চমত্কার পদক্ষেপ নিয়েছেন । " চীন যাত্রা" নামক তত্পরতার মাধ্যমে আপনারা চীনকে অনেক জানতে পেরেছেন । আপনাদের রিপোর্ট চীনকে জানার ব্যাপারে রাশিয়ার জনগণকে সাহায্য করেছে । বলাবাহুল্য , এটা রাশিয়ার ও চীনা জনগণের মধ্যেকার বন্ধুত্ব জোরদার করেছে ।

  " চীন যাত্রা" নামক তত্পরতায় অংশগ্রহণকারী রাশিয়ার সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন । চীনা জনসাধারণের আন্তরিকতা রাশিয়ার " কৃষি জীবন" পত্রিকার সাংবাদিক হাসান মুসাভিচি খাকারমানোভের মনে গভীর রেখাপাত করেছে । " মস্কোভস্কায়া প্রাভদা" পত্রিকার আন্দ্রেই ফিওদ্রোভের বক্তব্য রাশিয়ার সকল সাংবাদিকের মনের কথা ব্যক্ত করেছে । তিনি বলেছেন , এবারের তত্পরতার তাত্পর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা সেতুর ভূমিকা পালন করেছি । আমাদের রিপোর্টের মাধ্যমে রাশিয়ার জনসাধারণ চীনকে আরও ভালভাবে জানতে পারবেন ।---চুং শাওলি