v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Sunday Apr 13th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-11 19:52:45    
চীন ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

cri
    চীন ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির চতুর্থ অধিবেশন ১১ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ওনংগ কান সেং উপস্থিত ছিলেন। দু'পক্ষ বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার বিষয় নিয়ে মত বিনিময় করেছে।

     উ ই চীন ও সিঙ্গাপুরেরদ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের গভীর মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, সিঙ্গাপুর একচীন নীতিতে অবিচল থাকার কথা বহুবার ঘোষণা করেছে বলে চীন তার প্রশংসা করে। তারা তাইওয়ানপন্থীরও বিরোধীতা করে। এটি দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। ওনংগ কান সেং বলেছেন, চীনের ফলপ্রসূ অর্থনীতির বৃদ্ধি সিঙ্গাপুর এবং এ অঞ্চলের সংশ্লিষ্ট দেশসমূহের জন্য অনেক সহায়ক হয়েছে। চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ পথে উন্নয়নশীল কর্মকান্ড চালাতে ইচ্ছুক। একই সঙ্গে চীন আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    দু'পক্ষ কয়েকটি ক্ষেত্রে মতৈক্যে পৌঁছেছে। তা হলো হাইটেক  ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা, জনশক্তি সম্পদের উন্নয়ন ত্বরান্বিত করা, দু'পক্ষের গুণগত মান সংক্রান্ত পরীক্ষামূলক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা, সংক্রামক রোগ ও তার প্রতিরোধ ব্যবস্থা এবং স্বাস্থ্যের পরীক্ষা সংক্রান্ত সহযোগিতা জোরদার করা ছাড়াও চীন ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় অবাধ বাণিজ্য এলাকা সম্পর্কিত আলোচনা ত্বরান্বিত করা।

    অধিবেশনের পর, দু'দেশের উপপ্রধানমন্ত্রী সম্মিলিতভাবে চীন ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষা, শহরের পরিবেশ প্রশাসন, পানি সম্পদের সার্বিক ব্যবহার এবং প্রযুক্তিবিদ সংক্রান্ত প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতামূলক দলিলপত্রের স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China