১১ জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। চীনের জাতীয় জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিটির পরিচালক চাং ওয়েই ছিং পেইচিংয়ে বলেছেন, চীন জোরালোভাবে প্রজনন স্বাস্থ্য শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে, যাতে বর্তমানের নিম্ন সন্তান উত্পাদনের মান স্থিতিশীল করা যায় এবং চীনের জনসংখ্যার নীতি বাস্তবায়ন করা যায়।
১১ জুলাই চতুর্থ পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত নতুন প্রযুক্তি ও নতুন পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চাং ওয়েই ছিং এ কথা বলেছেন।
জানা গেছে, প্রজনন স্বাস্থ্য পণ্যের মধ্যে প্রধানতঃ অন্তর্ভুক্ত রয়েছে জন্মনিরোধক ঔষধ, সংশ্লিষ্ট চিকিত্সার সরঞ্জাম ও রোগ নির্ণয় করার বিকারক । এখন চীন মোটামুটি প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত পণ্য উত্পাদন করতে পারে, নিজ দেশের চাহিদা মেটাতে পারে এবং বিশেষ করে উন্নয়নমুখী দেশগুলোর কাছে তা বিক্রিও করতে পারে। পরবর্তী পাঁচ বছরে জেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা পরিসেবা কেন্দ্রের প্রতিষ্ঠা ও সংস্কারের জন্য চীন সরকার আরো প্রায় ৫ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে। যাতে সাধারণ জনগণের জন্য আরো ভালোভাবে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরিসেবা দেয়া যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|