তিন গিরিখাত কোম্পানির সিলুওতু প্রকল্প বিভাগের এক খবরে জানা গেছে, চীনের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুত্ কেন্দ্র সিলুওতু জলবিদ্যুত্ কেন্দ্র চলতি বছরের শেষ নাগাদ জলাধার নির্মাণের কাজ শেষ হবে ।
এ কেন্দ্র চীনের দক্ষিণপশ্চিম চিনশান নদীর নিম্নাঞ্চল ইউয়ুনান প্রদেশ ও সিছুয়ান প্রদেশের সীমান্ত সিলুওতু গিরিখাতে অবস্থিত । তা হল চীনের পশ্চিম মহাউন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প । এ কেন্দ্র নির্মিত হওয়ার পর চীনের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুত্ কেন্দ্রে পরিণত হবে । এ কেন্দ্রের ১.২৬ কোটি কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদনের ক্ষমতা থাকবে এবং এতে পুঁজি বিনিয়োগের পরিমাণ ৫০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি'র বেশি হবে এবং কেন্দ্রটির নির্মাণ কাজ ২০১৫ সালে সম্পন্ন হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|