পাশ্চাত্ত্য দেশগুলো রেনমিনপি'র মূল্যবৃদ্ধির ব্যাপারে চীনের ওপর চাপ প্রয়োগ করে আসছে । তারা মনে করে যে , রেনমিনপি'র কারণে চীনের বাণিজ্যের উদ্বৃত্ত দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে । চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের একজন কর্মকর্তা লুং কুও ছিয়াং বলেছেন , এ বছরের প্রথমার্ধে চীনের বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৮৩ শতাংশ বেড়ে গেছে । এর পাশাপাশি রেনমিনপি'র মূল্যবৃদ্ধির পরিমাণও দ্রুতভাবে বেড়েছে । এ থেকে বোঝা যায় , বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্তের সঙ্গে রেনমিনপি'র বিনিময় হারের কোন সম্পর্ক নেই ।
তিনি বলেছেন , চীনের রফতানি যে এত দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে , তার মূলে রয়েছে , আন্তর্জাতিক বাজারে চীনের পণ্যদ্রব্যের চাহিদা অনেক বেড়ে গেছে ।
বিশ্লেষকরা মনে করেন যে , পাশ্চাত্য দেশগুলো হাইটেক শিল্প রফতানির ২ ব্যাপারে চীনের ওপর যে নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে , তাতেও চীনের আমদানির বৃদ্ধি রোধ করা হয়েছে । (থান ইয়াও খাং)
|