বর্তমানে চীনে প্রতি বছর ভূগর্ভস্থ উত্তাপ কাজে লাগানোর পরিমাণ ৪৪.৫৭ কিউবিক মিটারে দাঁড়িয়েছে । এ ক্ষেত্রে পৃথিবীতে চীনের স্থান প্রথম ।
১০ জুলাই চীনের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে , অনুমান করা হচ্ছে , চীনে বছরে ভূগর্ভস্থ গরম পানি সম্পদ কাজে লাগানোর পরিমাণ ৭ বিলিয়ন কিউবিক মিটারে দাঁড়িয়েছে । এ পরিমাণ ৩ কোটি কয়লা ব্যবহারের সমান ।
চীন গত শতাব্দির পঞ্চাশের দশক থেকে ভূগর্ভস্থ উত্তাপ সম্পদ অনুসন্ধান এবং তা উন্নয়ন ও কাজে লাগানোর কাজ শুরু করেছে । ভূগর্ভস্থ উত্তাপ সম্পদ কাজে লাগানোর জন্য পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন জ্বালানী সম্পদ সাশ্রয় হবে । ভূগর্ভস্থ উত্তাপ সম্পদ উন্নয়ন ও কাজে লাগানো চীনে জ্বালানির অভাব প্রশমিত করা এবং জ্বালানি সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে । (থান ইয়াও খাং)
|