বুশ সরকারের ইরাক পরিস্থিতির যাচাই রিপোর্ট প্রকাশের আগে মার্কিন সিনেটের ডেমোক্রাটিক পার্টির সদস্যরা ১০ জুলাই ইরাকের পুনর্গঠনের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় নি এবং যুক্তরাষ্ট্রের নির্ধারিত ধারাবাহিক সূচক বাস্তবায়িত না হওয়ার কারণে আবার ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের সময়সূচীর নির্ধারণ ত্বরান্বিত করেছে ।
ডেমোক্র্যাটিক পার্টির সদস্য কার্ল লেভিন ও জ্যাক রিড এ দিন দাখিল করা "২০০৮ আর্থিক বর্ষে প্রতিরক্ষার অধিকার দেয়া সম্পর্কিত সংশোধিত আইনে বুশকে ১২০ দিনের মধ্যে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার এবং আগামী বছরের ৩০ এপ্রিলের আগেই ইরাকে মার্কিন বাহিনীর সামরিক অভিযান বন্ধ করার দাবি জানিয়েছেন ।
মার্কিন সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন , ১২ জুলাই কংগ্রেসে দাখিল করা ইরাকের পরিস্থিতি সম্পর্কিত রিপোর্টে যুক্তরাষ্ট্রের নির্ধারিত ধারাবাহিক সূচকের বাস্তবায়নে ইরাক সরকারের অগ্রগতি সীমিত এ কথা স্বীকার করা হবে । তবে বুশ ১০ জুলাই এ কথা বলেছেন যে , যদিও ইরাক সরকারের আচরণ সন্তোষজনক নয় , তবে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর পুনর্বিন্যাস সেখানকার কমান্ডার করবেন , কোন লোক নিজেই সৈন্য প্রত্যাহারের সময়সূচী নির্ধারণ করতে পারবে না । (শুয়েই ফেই ফেই)
|