৯ জুলাই রাতে আনহুই প্রদেশের মাংওয়া বন্যার পানি সঞ্চয় এলাকার গ্রামবাসীরা স্থানান্তরিত করেছেন।
চীনের দক্ষিণাঞ্চলে তুমুল বৃষ্টিপাতের কারণে হুইহো নদীতে ১৯৫৪ সালের পর সর্বাধিক বন্যা হয়েছে। ১০ জুলাই সকালে চীন জরুরীভাবে আনহুই প্রদেশের মাংওয়া বন্যার পানি সঞ্চয় এলাকা ব্যবহার করেছে। ১১ জুলাই সকাল চারটায় চলতি বছরের হুইহো নদীর দ্বিতীয় প্রচন্ড বন্যা হুইহো নদীর প্রধান অংশ – ওয়াং চিয়া বা বাঁধ পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে বন্যার পানি মন্থর গতিতে সরে যাচ্ছে, পানির উচ্চতা কমতে শুরু করেছে। সকাল ১০টা পর্যন্ত ওয়াং চিয়া বা এর পানির উচ্চতা নেমে ২৯.৫৭ মিটার হয়েছে।
বন্যা প্রশমনের জন্য চীন সাগরে প্রবেশের চারটি জলপথ খুলে দেয়া হয়েছে। দুর্গত অঞ্চলের বন্যা প্রতিরোধ ও উদ্ধার কাজ ভালোভাবে করা, বিশেষ করে বন্যার পানি সঞ্চয় এলাকায় দুর্গত জনসাধারণের জরুরী স্থানান্তর কাজ করার জন্য চীন সরকার ২০ কোটি ইউয়ান রেনমিনপি অর্থ বরাদ্দ করেছে।
|