মার্কিন সরকারের একজন কর্মকর্তা ১০ জুলাই তথ্য মাধ্যমকে জানিয়েছেন, বুশ সরকার কংগ্রেসে দাখিল করা ইরাক পরিস্থিতি সম্পর্কিত একটি যাচাই রিপোর্টে ইরাক সরকারের অর্জিত অগ্রগতি সীমিত এ কথা স্বীকার করবে ।
জানা গেছে , ১২ জুলাই কংগ্রেসে এ রিপোর্ট দাখিল করা হবে । এ রিপোর্টে ইরাক সরকার যুক্তরাষ্ট্রের নির্ধারিত সূচক সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে নি এ কথা স্বীকার করা হবে । যুক্তরাষ্ট্রের নির্ধারিত রাজনীতি , অর্থনীতি ও নিরাপত্তা সূচকের অর্ধেকের মত অগ্রগতি অর্জিত হয়েছে । অন্যান্য সূচকগুলো বাস্তবায়িত হয় নি বা উল্লেখযোগ্য অগ্রগতি হয় নি । এসব সূচকের মধ্যে রয়েছে জাতীয় মীমাংসা ও অর্থনীতির পুনর্গঠন সম্পর্কিত কিছু অতি গুরুত্বপূর্ণ আইন । তবে রিপোর্টে বলা হয়েছে যে , তবে ইরাক পরিস্থিতির উন্নয়ন আশা করা যায় ।
গত মার্চ মাসে কংগ্রেস ও বুশ সরকারের সমন্বয়ের পর গৃহীত এক যুদ্ধ বরাদ্দ প্রস্তাবে ইরাক সরকারের জন্য ধারাবাহিক রাজনীতি , অর্থনীতি ও নিরাপত্তা সূচক নির্ধারণ করা হয়েছে । রিপোর্টে আরো বলা হয়েছে যে , বুশ সরকার জুলাই ও সেপ্টেম্বর মাসে কংগ্রেসে ইরাকের পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট দিতে হবে , যাতে সরকার এ রিপোর্ট অনুযায়ী ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সমর্থন করা যায় কিনা এ সিদ্ধান্ত নিতে পারে । তবে সম্প্রতি বুশ সরকার এ দু'টি রিপোর্টের গুরুত্ব কমানোর অপপ্রয়াস চালিয়েছে । (শুয়েই ফেই ফেই )
|