আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপ-প্রধান ওলি হেইননেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১১ জুলাই ভোরে তেহরানে পৌঁছে ইরানের পারমানবিক সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরানের স্থায়ী প্রতিনিধি আলি আসগার সুলতানিয়েহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ১১ জুলাই সকালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধি দলটি ইরানের পারমাণবিক আলোচনার শীর্ষ প্রতিনিধি আলি লারিজানির সঙ্গে সাক্ষাত্ করবেন । ১১ এবং ১২ জুলাই প্রতিনিধি দলটি লারিজানির সহকারীর সঙ্গে বৈঠক করবেন । বৈঠকের ফলাফল ১৩ জুলাই প্রকাশিত হবে ।
ইরান তার সেনট্রিফিউজ স্থাপনের কাজ ধীরগতি সম্পন্নের পর প্রতিনিধি দলটি তেহরানে পৌঁছেছেন । ৯ জুলাই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান মুহামেদ আল বারাদেই ভিয়েনায় বলেছেন, ইরান নাতানজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেনট্রিফিউজ স্থাপনের গতি ধীর করেছে । তা হল ইরানের পারমাণবিক অচলাবস্থা ভেঙ্গে দেয়ার প্রতীক ।
(ছাও ইয়ান হুয়া)
|