v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-10 21:20:08    
চীনের আনহুই ও চেনচিয়াং প্রদেশের লোক সংগীত (ছবি)

cri

    শ্রোতাবন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু ইয়ু কুয়াং ইউয়ে , আজ থেকে আমি আপনাদের জন্য চীনের সংগীতভিত্তিক অনুষ্ঠান সুরের ভুবন আসরটি পরিবেশন করবো। আশা করি, আপনারা আমার সঙ্গে চীনের সংগীতের সাগরে উপভোগ করে সুখ-আনন্দ পাবেন। আজকের অনুষ্ঠানে আমি চীনের আনহুই ও চেনচিয়াং প্রদেশের কয়েকটি লোক সংগীত শোনাবো।  

(রেকর্ডিং---পানি চেসনাট তোলা)

    এখন আপনারা "পানি চেসনাট তোলা" নামে আনহুই প্রদেশের একটি লোকসংগীত শুনছেন। গানটির আনন্দময় সুরে সুরে যুবক-যুবতীদের পানি চেসনাট তোলার সময় তাদের আনন্দময় মনোভাবের কথা বর্ণনা করা হয়েছে। তাঁরা গান গাওয়ার পাশাপাশি পানি চেসনাট সংগ্রহ করেন এবং মনের কথা প্রকাশ করেন। 

    আনহুই চীনের পূর্বাঞ্চলে অবস্থিত। ভৌগলিক দিক থেকে বিবেচনা করে বুঝা যায় যে, আনহুই চীনের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল সংলগ্ন এলাকায় অবস্থিত। ফলে এখানকার ভাষা, প্রথা ও আবহাওয়ার ভেতর উত্তরণমূলক বৈশিষ্ট্য রয়েছে। আনহুই এর লোকসংগীতেও দক্ষিণ চীন এবং উত্তর চীনের বৈশিষ্ট্য রয়েছে। 

   "ফাং ইয়াং ফুল ঢোল" হচ্ছে আনহুই এর ফাং ইয়াং অঞ্চলে প্রচলিত এক রকম ঐতিহ্যিক লোক সংগীত। গায়ক ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে গান গায়। নয়া চীন প্রতিষ্ঠার আগে আনহুই প্রদেশের মধ্য দিয়ে অববাহিত হুইহো নদীর অববাহিকায় প্রায়শই বন্যা হতো। বন্যা আসলে এ এলাকার বহু অধিবাসী অন্যত্র চলে যায় এবং রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ভিক্ষা করার সময় ভিক্ষুকের একটি উপায় হচ্ছে গলায় ফুল ঢোল ঝুলিয়ে এবং হাতে ছোট একটি লাঠি নিয়ে ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে গান গায়। এখন শুনুন "ফাং ইয়াং ফুল ঢোল" এই গানটি।

(রেকর্ডিং---ফাং ইয়াং ফুল ঢোল)

    এবার শুনুন আরেকটি আনহুই এর লোকসংগীত "ফুল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর"। এটা হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে বাক্য বিনিময়ের মাধ্যমে চার ঋতুর প্রতিনিধিত্বকারী ফুল ও প্রাণীর বর্ণনা সম্পর্কিত একটি গান। গানের সুর উষ্ণ ও আবেগপূর্ণ।

    (রেকর্ডিং---ফুল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর)

    গানের কথা এমনি "কোন ফুল গাছের নিচে ফোটে? রেডবাড গাছের নিচে মৌমাছিরা খেলে, জ্যাসমিন ফুল গাছের নিচে ফোটে। কোন ফুল পানির ওপরে ফোটে? কোলাব্যাঙ পদ্মের পাতায় লাফ দেয়, পদ্ম ফুল পানির ওপরে ফোটে।"

    বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের আনহুই প্রদেশের তিনটি লোকসংগীত শুনলেন। এবার শুনুন চেন চিয়াং প্রদেশের কয়েকটি লোকসংগীত।

    (রেকর্ডিং ---ছোট নগরের একটি গান)

    এখন আপনারা চেন চিয়াং এর লোকসংগীত "ছোট নগরের একটি গান" নামের গানটি শুনছেন। এই গানের মধ্য দিয়ে গায়ক নিজের জন্মস্থানের প্রতি তার গভীর ভালোবাসার কথা প্রকাশ করেছেন। গানের কথা এমনি, "ছোট নগরে একটি গান আছে। অনেক দিন ধরে গানটি গেয়েছি। গানের মধ্যে স্বদেশের প্রতি গভীর ভালোবাসা বোধ রয়েছে। আমি যে কোন জাগয়ায়ই যাই না কেন এই গান সবসময় আমার মনে পড়ে।"

    চেন চিয়াং প্রদেশ চীনের পূর্বাঞ্চলের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি সুন্দর ও সমৃদ্ধ এলাকা। সেখানকার মাটি উর্বর, আকাঁবাকা অনেক নদী। ধান, রেশম ও মিঠা পানির মাছের জন্য এ এলাকা সুপরিচিত। চেন চিয়াং প্রদেশের ভৌগলিক পরিবেশ জটিল। বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপনের প্রথা ও ভাষার ব্যবধানের দরুণ চেন চিয়াং প্রদেশের লোকসংগীতও বলতে গেলে হরেক রকম। যেমন সমতল অঞ্চলে প্রচলিত আছে সারিগান । পাহাড় অঞ্চলে রয়েছে পাহাড়ী গান । আর উপকূলীয় অঞ্চলে রয়েছে মত্স্য গান ।

    এবার শুনুন চেন চিয়াং প্রদেশের চিয়া শেন অঞ্চলের কৃষকদের কাজের সময় গাওয়া একটি পাহাড়ী গান। গানে মেয়েদের কৃষি কাজ করার পরিশ্রমী দৃশ্যের বর্ণনা করা হয়েছে।

    (রেকর্ডিং --- পাহাড়ী গান)

    চেন চিয়াং এর পূর্ব দিকে চীনের পূর্ব সাগরের সঙ্গে সংলগ্ন। তার উপকূলীয় অঞ্চলে অনেক বন্দর ও ছোট ছোট দ্বীপ রয়েছে। দ্বীপে থাকা মাঝিরা রোজ গান গেয়ে গেয়ে সাগরে মাছ ধরেন।

    (রেকর্ডিং --- মত্স্য গান)

    এখন আপনারা মাঝিদের সেই পছন্দের গানটি শুনছেন। মাঝিরা সাগরে যাওয়ার সময় এই গান গায়। গানের কথাগুলো হলো "মাঝিদের সবার দেহ লোহা দিয়ে তৈরি। তারা সুপুরুষ। বাতাস ও ঝড়বৃষ্টি হলেও আমরা সমুদ্রে যাই। আমরা সাগরকে আমাদের মন দিয়েছি। তাই সাগরও আমাদের কখনো হতাশ করে না।"