v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-10 20:25:04    
মধ্য ও দক্ষিণ চীনে বন্যা প্রতিরোধমূলক কাজ সক্রিয়ভাবে চলছে

cri

  ২৮ জুন থেকে এ পর্যন্ত মধ্য ও দক্ষিণ চীনের হুয়াই নদী ও ইয়াংসি নদীর অববাহিকার আশেপাশে কয়েকটি প্রদেশে প্রবল বৃষ্টি হওয়ায় গুরুতর বন্যা হয়েছে । ৯ জুলাই বিকেল ৪ টা নাগাদ বন্যায় মোট ২ কোটি মানুষ দুর্গত হয়েছে , একশরও বেশি লোক মারা গেছে এবং বিশজনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে । চীনের বেসামরিক মন্ত্রণালয়এবং বিভিন্ন এলাকার বেসামরিক বিভাগ দুর্যোগ মোকাবেলারজরুরী ব্যবস্থা নিয়েছে এবং বন্যা প্রতিরোধে লোকজন নিয়োগ করেছে । দুর্গত লোকদের স্থানান্তর কাজ পুরোদমে চলছে ।

  বিগত কয়েক দিনে চীনের হুয়াই নদীর অববাহিকা এবং পূর্ব সিছুয়ান ও দক্ষিণ সেনসি প্রদেশে একটানা কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। যার ফলে সিছুয়ান প্রদেশ , ছুংছিং শহর , হুপেই , সেনসি , হোনান ও আনহুই প্রদেশে গুরুতর বন্যা, পাহাড় ধ্বসে পড়া, কাদা মাটি ও পাথরের প্রবাহসহ নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে । এই সব অঞ্চলের ২০ লাখ হেক্টর কৃষি জমির ফসল বিনষ্ট হয়েছে । ৭০ হাজার গৃহ ধ্বংস হয়েছে এবং সরাসরি অর্থনৈতিক ক্ষতি ৭০০ কোটি রেনমিনপিতে দাড়িঁয়েছে ।

  বন্যা হওয়ার পর চীনের বন্যা ও খরা প্রতিরোধ বিষয়ক পরিচালনা বিভাগ , বেসামরিক মন্ত্রণালয়, রাষ্ট্রীয় দুর্যোগ বিমোচন কমিশন আনহুই , হুপেই ও সিছুয়ান প্রদেশের গুরুতর দুর্গত এলাকায় দুর্যোগ মোকাবেলার জন্য জরুরী ব্যবস্থা চালু করেছে এবং দুর্গত এলাকার বন্যা প্রতিরোধে সাহায্য করার জন্য কর্মগ্রুপ পাঠিয়েছে । এক সাক্ষাত্কারে চীনের বেসামরিক মন্ত্রণালয়ের দুর্যোগ বিষয়ক বিভাগের উপপ্রধান পাং ছেন মিন বলেছেন , স্থানীয় এলাকার দুর্যোগ মোকাবেলার কাজে সহায়তার জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টা চালিয়েছি । ১০ জুলাই পর্যন্ত বেসামরিক মন্ত্রণালয়মোট ১৪বার জরুরী ব্যবস্থা চালু করেছে , ১২টি কর্মগ্রুপ পাঠিয়েছে এবং আনহুই , হুপেই , সিছুয়ান প্রদেশে ও ছুংছিং শহরে ১৬.৭ কোটি রেনমিনপি আর্থিক সাহায্য করেছে ।

  ইয়াংসি নদী ও হুয়াই নদীর অববাহিকায় অবস্থিত আনহুই প্রদেশ সবচেয়ে গুরুতর দুর্গত এলাকা । এ সম্পর্কে আমাদের প্রতিনিধি আনহুই থেকে জানান যে, নতুনতম পরিসংখ্যানে জানা গেছে , এখন আনহুই প্রদেশে ১ লাখ ২৫ হাজার লোক বন্যা প্রতিরোধের সম্মুখফ্রন্টে কাজ করছেন । মোট ১৫৩ কোটি কিউসেক মিটার পানি নিঃসরণ করা হয়েছে ।

  হুয়াই নদীর অববাহিকা ও আশেপাশে এলাকায় প্রবল বৃষ্টির প্রভাবে হুয়াই নদীর প্রধান শাখা ওয়াং চিয়াপার পানি ক্রমাগতবেড়ে যাচ্ছে । ৯ জুলাই ওয়াচিয়াপার পানির উচ্চতা সঙ্কেতরেখার চেয়ে এক মিটারেরও বেশী ছাড়িয়েছে । বন্যা ও খরা প্রতিরোধ সম্পর্কে রাষ্ট্রীয় সদরদপ্তর ৯ জুলাই দ্বিতীয় পর্যায়ের জরুরী ব্যবস্থা নিয়ে সার্বিকভাবে হুয়াই নদীর বন্যা প্রতিরোধমূলক কাজ চালিয়েছে । এ সম্পর্কে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আনহুই প্রদেশের বিভিন্ন স্তরের বেসামরিক বিভাগ দ্রুতভাবে কর্মসূচী নিয়ে দুর্গতদের মৌলিক জীবনযাত্রার বন্দোবস্ত এবং নানাভাবে সাহায্য দিচ্ছেএবং সঙ্গে সঙ্গে দুর্গত এলাকায় তাবু সহ নানা ধরণের ত্রাণ দ্রব্য পাঠাচ্ছে । আরও গুরুতর বন্যা হলে জরুরী ব্যবস্থার মাত্রা বাড়ানো হবে ।

  আনহুই ছাড়া ইয়াংসি নদীর মধ্যঅববাহিকায় অবস্থিত হুপেই প্রদেশেও প্রবল বৃষ্টি হয়েছে । ৭ থেকে ৮ জুলাই আনহুই প্রদেশের অনেক জায়গায় বন্যা হওয়ায় ৪ লাখ লোক দুর্গত হয়েছে এবং ৭জন নিহত হয়েছে । প্রবল বৃষ্টির ফলে আংশিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে , যোগাযোগ ও বিদ্যুত সহ বিভিন্ন বুনিয়াদী ব্যবস্থা বিনষ্ট হয়েছে । দুর্গত সাধারণ মানুষের খাওয়া , পরা ও থাকা এবং চিকিত্সার নিম্চয়তাবিধানের জন্য বর্তমানে হুপেই প্রদেশের বেসামরিক প্রশাসন সক্রিয়ভাবে বন্যা মোকাবেলার কাজ করছে । ---চুং শাওলি