চীনের রাষ্ট্রীয় শিল্প ও বাণিজ্য ব্যবস্থাপনা ব্যুরোর একজন কর্মকর্তা ১০ জুলাই পেইচিংয়ে বলেছেন , ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস চলাকালে খাদ্য দ্রব্যেরনিরাপদ সরবরাহ নিশ্চিত করার জন্য চীন বিভিন্ন শক্তিশালী ব্যবস্থা নিয়েছে ।
এ কর্মকর্তা এ দিন একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন , এ সব ব্যবস্থা অনুযায়ী , অলিম্পিক গেমসের জন্য সরবরাহকারী খাদ্য দ্রব্যের প্যাকিং , মজুদ ও পরিবহন বিষয়ক নিয়মবিধি প্রণয়ন করা হবে , খাদ্য দ্রব্য প্রস্তুত নানা রকম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের কাজ জোরদার করা হবে এবং খাদ্য দ্রব্যের নিরাপদ সরবরাহ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হবে ।
অলিম্পিক গেমস-২০০৮ চলাকালে পেইচিংয়ে ৩ লাখ বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মী এবং ৭০ লাখ দর্শকের খাওয়া দাওয়ার সুষ্ঠু ব্যবস্থা নেয়া হবে । খাদ্য দ্রব্যেরনিরাপদ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা অলিম্পিক গেমস পল্লী , বিভিন্ন স্টেডিয়াম ও ইন্ডোর-স্টেডিয়াম এবং দর্শনীয় এলাকার সঙ্গে জড়িত । (থান ইয়াও খাং)
|