চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কাং ১০ জুলাই বলেছেন, সামরিক পণ্য রপ্তানির ব্যাপারে চীন সরকার সবসময়ই দায়িত্বশীল ও সতর্ক রয়েছে । এটি হলো চীনের বরাবরকার অভিমত । যাতে সংশ্লিষ্ট নীতি-মালা এবং দায়িত্বশীল আন্তর্জাতিক বিষয়গুলো মেনে চলা যায়।
তিনি পেইচিংয়ে সংবাদদাতার প্রশ্নের উত্তরে বলেছেন, চীন বিশ্বের কিছু কিছু দেশের সঙ্গে স্বাভাবিকভাবেই সামরিক বাণিজ্য সংক্রান্ত তত্পরতা চালিয়েছে। সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে চীনের তিনটি নিয়ম হচ্ছেঃ গ্রহণকারী দেশের সাধারণ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য সহায়তা দেয়া, সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা এবং গ্রহণকারী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। একই সঙ্গে তিনি বলেছেন, চীন সরাকর শুধু সার্বভৌম দেশের কাছে সামরিক পণ্য রপ্তানি করে থাকে। চীনের অনুমতি ছাড়া, তৃতীয় পক্ষের কাছে তা হস্তান্তর করা যায় না। (উর্মি)
|