v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-10 12:34:06    
"সুপার গার্ল" লি ইয়ু ছুন

cri

    ২০০৫ চীনের হু নান উপগ্রহ টেলিভিশান অনুষ্ঠানে "সুপার গার্ল" একটি ট্রু ম্যান শো সারা চীনে জনপ্রিয় হয়ে উঠেছে। এই গান গাওয়ার প্রতিযোগিতায় লি ইয়ু ছুন সর্বোচ্চ পুরষ্কার পেয়েছেন।

    ২৩ বছর বয়স্ক লি ইয়ু ছুন দু'বছর আগে সি ছুয়েন সঙ্গীত ইনস্টিটিউটের জনপ্রিয় গান বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্রী। ২০০৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লি ইয়ু ছুন "সুপার গার্ল" টিভি গান প্রতিযোগিতার প্রথম দশ জনের মধ্যে একজন। চূড়ান্ত পর্যায়ে প্রবেশের পর লি ইয়ু ছুন তখনকার অবস্থা স্মৃতি চারণ করে বলেছে:

    "অবশেষে প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় তখনকার অনুভূতি খুবই হৃদয়গ্রাহী। আমি মনে করি তা আর গুরুত্বপূর্ণ নয়। আমি দেখেছি আমার অনেক সমর্থক জোর করে আমার জন্য উত্সাহ দিচ্ছে। তখন আমি মনে করি প্রথম হওয়া কেন এত গুরুত্বপূর্ণ? আমি এতে আর মনোযোগ রাখি না। প্রথম হওয়ার পর আমার তেমন উত্তেজন হয়নি। শুধু মনে মনে বললাম, শেষ হয়েছে।"

    সি ছুন প্রদেশের ছেং তু শহরে জন্মগ্রহণকারী লি ইয়ু ছুন ছোটবেলায় চীনের অধিকাংশ শিশুদের মতো ছবি আঁকা, প্রবন্ধ রচনা, ও নাচসহ বিভিন্ন শিল্পকলা  শিখেছে, কিন্তু গান গাওয়া শিখেনি। কিন্তু খুব কম বয়সে তার গান গাওয়ার প্রতিভা দেখা দেয়। মিডল স্কুলে লি ইয়ু ছুন ক্যাম্পাস গান প্রতিযোগিতায় খ্যাত পেয়েছেন। মিডল স্কুলের পড়াশোনা শেষে সে একটি একক কনসার্ট আয়োজন করেছে। লি ইয়ু ছুন বলেছে:

    "আমি স্কুলে প্রথম অমুখ ছিল। একবার স্কুলের গান প্রতিযোগিতায় অংশ নেয়ার পর অনেকেই আমার সম্পর্কে জেনেছে। মিডল স্কুল শেষে আমি একক কনসার্ট আয়োজন করেছি। তা শুধু মজার জন্য। আমি তখন প্রায় ২০টি গান গেয়েছি।"

    "সুপার গার্ল" প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর লি ইয়ু ছুনের জীবন ব্যস্ত হয়ে উঠেছে। ৫ বছরের মধ্যে ৩ থেকে ৫টি এলবাম প্রকাশ পেয়েছে । পাশাপাশি সে কিছু টিভি নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছে। আগের সাধারণ মেয়ের জীবনে ফিরে যাওয়া তার আর সম্ভব হবে না। এত চাপের সামনে লি ইয়ু ছুন এর মন এক সময় খুব খারাপ ছিল। সে বলেছে,

    "প্রথমে আমি আগের জীবন খুব মিস করলাম। খুব স্বাধীন তখন। এখন নিজের ইচ্ছা মতো বন্ধুদের সাথে সময় কাটতে পারি না। মন খুব খারাপ থাকে। আস্তে আস্তে নিজের অবস্থা পরিবর্তন করছি। মাঝে মাঝে বন্ধুরা ফোন করে বলেছে, আমরা সবাই একসাথে, শুধু তোমাকে ছাড়া। এই কথা শুনে আমার খুব দুঃখ হয়।"

    একজন সাধারণ ছাত্র থেকে সে সুপার স্টার হয়েছে, তা লি ইয়ু ছুন কল্পনাও করতে পারে না। চাপের সঙ্গে সঙ্গে সে সাফল্যও অর্জন করেছে। তার প্রথম এলবাম "রানী ও তার স্বপ্ন" বের হওয়ার পর এক মাসের মধ্যে ৪.৩ লক্ষ কপি বিক্রি হয়ে গেছে। মার্কিন টাইমস ম্যাগাজিনের ২০০৫ সালের এশিয়ার সবচেয়ে বিখ্যাত ৬ জনের মধ্যে লি ইয়ু ছুন একজন।

    লি ইয়ু ছুন কিন্তু সাধারণ ধারনায় সুন্দর মেয়ে নয়। লম্বা এবং হালকা, জিনস এবং টি-শার্ট পরতে পছন্দ করে। তার কাছ থেকে অনেকেই আধুনিককালে মেয়েদের স্বাধীনতা দেখতে পারে। নাচের সময় লি ইয়ু ছুন খুব আকর্ষণীয় হয়ে উঠে। অনেকেই তার সমর্থক, তার নাচ দেখার সময় চিত্কার করে বলে "লি ইয়ু ছুন, আমি তোমাকে ভালবাসি!"।

    সমর্থকদের সমর্থন দেখে লি ইয়ু ছুনের মন খুব উদ্বেলিত হয়ে উঠে। সে বলেছে:

    "মাঝে মাঝে তাদের কথা চিন্তা করে আমার খুব দুঃখ হয়। আমি বিভিন্ন শহরে একক কনসার্ট আয়োজন করার সময় দেখেছি তারা সারা রাত আমাকে দেখার জন্য অপেক্ষা করছে। মাঝে মাঝে তারা আমার গাড়ির পেছনে দৌড়ায় শুধু আমাকে এক নজর দেখার জন্য।"

    বিখ্যাত হওয়ার সঙ্গে সঙ্গে লি ইয়ু ছুন নিশ্চয়ই অনেক সমস্যাররও সম্মুখীন হচ্ছে। আশা করি এসব সমস্যা সমাধানের মাধ্যমে লি ইয়ু ছুন আরো পরিপক্ব হবেন এবং তার ভবিষ্যত আরো উজ্জ্বল হবে।