v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-09 22:15:43    
খেলার জগত---২০০৭/৭/৯

cri

** ওয়েষ্ট ইন্ডিজের সিরিজ জয়

      টানা দু'ম্যাচ জিতে ন্যাটওয়েষ্ট সিরিজ জিতে নিল ওয়েষ্ট ইন্ডিজ। টেন্ট ব্রিজে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৯৩ রানে হারিয়েছে তারা । টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৮৯ রান করে ক্যারিবিয়ানরা । জবাবে ইংল্যান্ড মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলতে সক্ষম হয় । এই ম্যাচে সফরকারীদের জয়ের ভিত গড়ে দেন সফল ব্যাটসম্যানরা । এর আগের ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজ ৫ উইকেটে ২৭৮ রান করলে ইংল্যান্ড ৪৬ ওভারে ২১৭ রান তুলে অল আউট হয়ে যায় । ফলে সে ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজ ৬১ রানে জিতেছিল ।

** দ্বিতীয়  টেষ্টেও বাংলাদেশ পরাজিত

    শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত টেষ্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ হেরে গ্যাছে। বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং এর আগের তিনটি ইনিংসেই সবাইকে হতাশ করেছিল । সবাই ভেবেছিলেন এবার হয়তো আশরাফুল কিছু একটা করবেন । শেষ পর্যন্ত শেষ ইনিংসেই তিনি শেষ হাসি হাসলেন । ২০০১ সালে কলম্বোয় সেঞ্চুরী দিয়ে টেষ্ট ক্যারিয়ার শুরু করা আশরাফুল পি সারা ষ্টেডিয়ামে চতুর্থ সেঞ্চুরী পেলেন ঠিকই, তবে বাংলাদেশের ইনিংস হার তিনি বাঁচাতে পারেন নি । প্রথম ইনিংসে ৩৮৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনবিংস তৃতীয় দিনের চা বিরতির ঘন্টাখানেক পরে ২৯৯ রানে শেষ হয়ে যায়। ইনিংস আর ৯০ রানে হেরে শ্রীলংকার কাছে টেষ্ট সিরিজ হারাল বাংলাদেশ । তবে ব্যাট হাতে এবার সফল ছিলেন অধিনায়ক আশরাফুল । ১২৯ রানে তিনি ছিলেন অপরাজিত । এর পাশাপাশি দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল অপরিসীম ও অমার্জনীয়। বাংলাদেশ তার ৪৮তম টেষ্টে ২৮ বারের মত ইনিংস হারের লজ্জায় ডুবলেও অধিনায়ক আশরাফুলের মাথা ছিল উঁচুতে । এ দিন আশরাফুল দু'টি রেকর্ডের অধিকারী হন । ক্যারিয়ারের ৩৭ তম টেস্টে মোহাম্মদ আশরাফুলের এটা হল চতুর্থ টেস্ট সেঞ্চুরী এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় । টেস্টে বাংলাদেশের আর কোন ব্যাটসম্যান এ পর্যন্ত চারটি সেঞ্চুরী করতে পারেন নি । তিনটি সেঞ্চুরী করে দ্বিতীয় স্হানে আছেন হাবিবুল বাশার । এদিন বাংলাদেশের পক্ষে আরেকটি রেকর্ড হয়েছে । এই রেকর্ড গড়ায় আশরাফুলের ভাগিদার হয়েছেন আরেক তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম । ২০০৬ সালে ফতুল্লা স্টেডিয়ামে অস্ট্রেলয়ার বিপক্ষে দ্বিতীয় উইকেটে হাবিবুল বাশার ও শাহরিয়ার নাফীসের ১৮৭ রানের জুটি এতদিন ছিল টেস্ট ক্রিকেটে যে কোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি । এ ম্যাচের পর সৃস্টি হল নতুন রেকর্ড। খেলার ফলাফল ছিল : শ্রীলংকা প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৫১ রান করে ইনিংস ঘোষণা করে । জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৬২ রান করতে সক্ষম হয় । দ্বিতীয় ইনিংসে করে ২৯৯ রান । শ্রীলঙ্কা এক ইনিংস ও ৯০ রানে জয়ী হয় । এ খেলায় ম্যান অব দ্যা ম্যচ হন কুমার সাঙ্গাকারা ।

    আগামী নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ বক্সিং ডেতে একটি ওয়ানডে ম্যাচ খেলবে । অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বড় দিনের পরদিন অর্থাত ২৬ ডিসেম্বরকে বক্সিং ডে হিসেবে পালন করে ঞাকে । আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মাধ্যমে তারা পালন করে আসছে এ উতসব । এবার বাংলাদেশও এ উতসবে যোগ দিচ্ছে । অকল্যান্ডে বক্সিং ডে ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর । এক মাসব্যাপী এ সফরে তারা দু'টি টেস্ট এ তিনটি একদিনের ম্যাচ খেলবে ।

** ইংল্যান্ড সফরে ভারতীয় দল

    বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারার পর ভারতীয় ক্রিকেটে যে সমস্যার সৃস্টি হয়েছিল তা এখন বেশ খানিকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে । বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে তারা ইতিবাচক সফলতা অর্জন করতে পেরেছে । এরপর তারা ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে । ভারতীয় দলটি এখন ইংল্যান্ডে রয়েছে । সেখানে তারা তিন ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে । এর আগে বেলফাস্টে অনুস্ঠিত ফিউচার কাপে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে ভারতের ইতিহাসে প্রথমবারের মত সিরিজ জয় করতে সক্ষম হয় ।

** নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড

    অপর দিকে আগামী বছর জানুয়ারির শেষ দিকে দুই মাসের সফরে নিউজিল্যান্ড যাচ্ছে। সেখানে ইংলিশরা তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দু'টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে ।

** এবারে ফুটবল

    চলতি কোপা আমেবিকায় 'কোয়ার্টার ফাইনালে বিশ্বের কোটি কোটি ফটবল অনুরাগীদের প্রিয় ব্রাজিল যেন ফিরে পেয়েছে তাদের হারানো ছন্দ । শনিবার সান ত্র স্টোবলের পাবলো ন্যুভো স্টডিয়ামে চিলিকে গোলবন্যায় ভাসিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ইঠেছে বর্তমান চ্যম্পিয়নরা । সব সমালোচনা পায়ে দলে ডুঙ্গার দল ম্যাচ জিতেছে ৬-১ গোলে । একই রাতে আসর থেকে বিদায় ঘটেছে স্বাগতিক ভেনিজুয়েলার । তাদের ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে । সেমিফাইনালে ব্রাজিল ও উরুগুয়ে মুখোমুখি হবে আগামী মঙ্গলবার । এবরের ধরন নিয়ে সচ৭েযে বেশি সমালোচনার শিকার হতে হয়েছে কোচ ডুঙ্গাকে ।খেলার সৌন্দর্য নস্ট করার দায়ে তাকে দায়ী করেছেন স্বয়ং ফুটবলের রাজা পেলে । তার মতো আরো অনেকেই চিরায়ত ব্রাজিল ফুটবলকে বিসর্জন দেওয়ায় সমালোচনামুখর হয়েছেন । কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটলেও এবারের কোপাই ভনিজুয়েলার ফুটবল ইতিহাসে সাফল্যের মাইলফলক রচনা করে দিয়েছে । লাতিন আমেরিকার ফুটবলে শ্রেস্ঠত্ব প্রমাণের এ আসরে আর কখনো এতটা পথ পেরুতে পারে নি তারা । উল্লেখ্য, ভেনিজুয়েলা এ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে । বিপরীতে উরুগুয়ে উঠেছে দুই সেরা তৃতীয় স্হানের অধিকারী একটি দল হিসেবে ।

** বোর্গকে ছুঁলেন ফেদেরার

    এদিকে গতকাল ফাইনাল সেটটি জিতেই কেঁদে ফেলেছিলেন রজার ফেদেরার। এ অশ্রু আন্দের। তাতে ঝরে পড়ছিল টানা পাঁচবার উইম্বলডন জেতার গৌরব। ১৯৮০ সালে এভাবেই বিয়ন বোর্গ টানা পাঁচবার উইম্বলডন জিতে রেকর্ড গড়েছিলেন। গতকাল ম্যাচ শুরুর আগেও কিংবদন্তির তারকা বোর্গ বলেছিলেন, যদি কেউ আমাকে ছুঁতে, সে ফেদেরার। নিজের রেকর্ডের ভাগীদারকে দেখতে তাই তিনি নিজেও উইম্বলডনের সেন্টার কোর্টের গ্যালারিতে হাজির ছিলেন গতকাল। উইম্বলডন পুরুষ এককে টানা পঞ্চমবার জিতলেন সুইজারল্যান্ডের তারকা ফেদেরার। প্রথম ও তৃতীয় সেট ফেদেরারের, দ্বিতীয় ও চতুর্থ সেট নাদালের। এভাবেই চূড়ান্ত সেটে গিয়েই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ফেদেরার। এটা তার ক্যারিয়ারের একাদশ গ্র্যাডস্লাম শিরোপা।

**'এ' গ্রুপের দুটি ম্যাচই ড্র হয়েছে

    ব্যাংককের  রাজধানী মানীলা ষ্টেডিয়ামে টিম কাহিলের গোলে এশিয়া কাপ ফুটবলে রোবিবার নিজেদের প্রথম ম্যাচে ওমানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টুর্নামেন্টের অতিথি দল অস্ট্রেলিয়া। আগের দিন শনিবার উদ্বোধনী ম্যাচেও স্বাগতিক থাইল্যান্ড ১-১ গোলে ড্র করে ইরাকের সঙ্গে।

    টুর্নামেন্টের ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় আপসেটের জন্ম দিতে যাচ্ছিল ওমান। তবে ইনজুরি টাইমের গোলে অস্ট্রেলিয়ার মান রক্ষা করেন কাহিল। বিশ্ব ফুটবল র্যাঙ্কিঙে অস্ট্রেলিয়ার চেয়ে ২৬ স্থান পিছিয়ে আছে ওমান। ওমানের পক্ষে গোল করেন বদর মুবারক। প্রথমার্ধের এই গোল ছাড়াও দ্বিতীয়ার্ধে তিনটি পরিষ্কার গোলের সুযোগ পায় ওমান। গ্রুপ 'এ' র চারটি দলের পয়েন্ট এক করে।

** ভেনাসের শিরোপা পুনরুদ্ধার

    এক বছরের ব্যবধানেই উইম্বলডন শিরোপা উদ্ধার করলেন যুক্তরাষ্ট্রের উইলিয়াম। ২০০৫ সালের চ্যাম্পিয়ন উইলিয়ামস বোনদের বড় বোন ভেনাস ৬-১ সেটে হারান টুর্নামেন্টের ১৮তম বাছাই ফ্রান্সের ম্যারিয়ন বার্তোলিকে। এটি উইম্বলডনে ভেনাসের চতুর্থ শিরোপা।