v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-09 21:30:14    
চীন সফ্টওয়্যার শিল্পের উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে

cri
    বৈজ্ঞানিক প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে সফ্টওয়্যার প্রযুক্তি ও সফ্টওয়্যার শিল্প দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। চীন উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি বৃহত দেশ হিসেবে সফ্টওয়্যার প্রযুক্তি ও সফ্টওয়্যার শিল্প ক্ষেত্রের স্বতন্ত্র সৃজনশীল উন্নয়নের কর্মসূচী নির্ধারণ করেছে। 

    সাম্প্রতিক বছরগুলোতে, চীনের সফ্টওয়্যার শিল্প সংক্রান্ত ব্যাপকতা দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালে চীনের সফ্টওয়্যার শিল্প ক্ষেত্রে আয় হয়েছে ৪.৮ ট্রিলিয়ন ইউয়ান । একই সঙ্গে সফ্টওয়্যার শিল্প উন্নয়নের ক্ষমতাও স্পষ্টতঃ বেড়ে গেছে। সম্প্রতি অনুষ্ঠিত " একাদশ চীন আন্তর্জাতিক সফ্টওয়্যার মেলা"-য় চীনের সফ্টওয়্যার কারখানা তাদের সর্বশেষ সফ্টওয়্যার প্রযুক্তি ও পণ্যদ্রব্য প্রদর্শন করেছে।

    ইয়ুং ইয়ৌ সফ্টওয়্যার লিমিটেড কোম্পানি হচ্ছে চীনের সফ্টওয়্যার ক্ষেত্রের একটি সর্বোচ্চ প্রস্তত ও সরবরাহকারী কারখানা। এখন এ কোম্পানির সফ্টওয়্যার চীন এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ মোট ৫ লাখ শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। ' ই আর পি' সফ্টওয়্যার হচ্ছে ইয়ুং ইয়ৌ কোম্পানির একটি সবচে' গুরুত্বপূর্ণ পণ্য । তা শুধু শিল্পপ্রতিষ্ঠানকে ক্রেতাদের তথ্য প্রদান এবং জনশক্তি সম্পদকে কার্যকরভাবে কাজে লাগানোর সামগ্রিক পরিকল্পনা করে তা নয়, বরং শিল্পপ্রতিষ্ঠানের অর্থ, ক্রয় এবং আনুষঙ্গিক পরিসেবাসহ বিভিন্ন ক্ষেত্রের সুশৃংখল প্রশাসনিক বিষয়েরও সঠিক বাস্তবায়ন করে থাকে। এর ফলে শিল্পপ্রতিষ্ঠানের প্রশাসন ক্ষেত্র কার্যকরভাবে অনেক উন্নত হয়েছে। ইয়ুং ইয়ৌ লিমিটেড কোম্পানির প্রধান সু লি ওয়েন আমাদের সংবাদদাতাকে বলেছেন, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের ব্যাপকতা ও চাহিদা অনুযায়ী, ইয়ুং ইয়ৌ কোম্পানি নানা ধরণের প্রশাসনিক সফ্টওয়্যার সরবরাহ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন: " ' ইউ আট' সফ্টওয়্যার হচ্ছে আমাদের নানা ধরণের সফ্টওয়্যারের মধ্যে একটি সর্বোচ্চ মানের পণ্য । তা মাঝারি এবং ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তিবিদদের সহায়তা ও বাজারের সরবরাহ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক ভূমিকা পালনে সাহায্য করে। তবে হাইটেক শিল্পপ্রতিষ্ঠানের জন্য আমাদের বিশেষ সমাধানের প্রস্তাব রয়েছে । এটি হলো ইয়ুং ইয়ৌ গোষ্ঠীর নিজস্ব ইতিবাচক প্রস্তাব। যা গুরুত্বপূর্ণভাবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও শিল্পপ্রতিষ্ঠানকে সমস্যা সমাধানে সহায়তা প্রদান করে। এখন এ সফ্টওয়্যার হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।"

    সু লি ওয়েন আরো বলেছেন, আগামি তিন বছরে, ইয়ুং ইয়ৌ কোম্পানি বহু ধরণের প্রশাসনিক সফ্টওয়্যার গবেষণার সঙ্গে সঙ্গে আরও বেশি সফ্টওয়্যার ক্ষেত্রের উপযুক্ত সেবা প্রদান করতে সক্ষম হবে। এর ফলে সফ্টওয়্যার ক্ষেত্রের নতুন অগ্রগতিতে লক্ষণীয় মাত্রা যোগ করা যাবে।

    " ই আর পি" সফ্টওয়্যার ছাড়াও , সাম্প্রতিক বছরগুলোতে চীনের কার্টুন সফ্টওয়্যার প্রযুক্তিরও অনেক উন্নতি হয়েছে। চীনের কুয়াং তুং প্রদেশের সাংস্কৃতিক প্রচার লিমিটেড কোম্পানির উপপ্রধান লিউ মান ই আমাদের সংবাদদাতার কাছে ব্যাখ্যা করেছেন যে, বর্তমানে এ কোম্পানির কার্টুন পণ্যদ্রব্যের সংশ্লিষ্ট গবেষণার ফলে যুক্তরাষ্ট্র এবং জাপানসহ বিভিন্ন দেশের তুলনায় মানগত ব্যবধান অনেক কমে গেছে। তিনি বলেছেন," আমাদের কোম্পানি কার্টুন ক্ষেত্রের পদ্ধতি প্রতিদিনই নতুনতর করছে। একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট সেবার মানও বেশ সুষ্ঠু হয়েছে"।

    লিউ মান ই আরো বলেছেন, এ কোম্পানির অর্জিত সাফল্য চীন সরকারের সহায়তার সঙ্গে সম্পর্কিত। যেমন, ২০০৬ সালের অক্টোবর মাসে চীনের কুয়াং তুং প্রদেশের কুয়াং চৌ স্থানীয় শহর একটি সিদ্ধান্ত নিয়েছে যে, পাঁচ বছর ধরে প্রতিবছর ১৫ কোটি ইউয়ান করে পুঁজি বিনিয়োগ করে গুরুত্বপূর্ণভাবে সফ্টওয়্যার ও কার্টুন শিল্প সংক্রান্ত কেন্দ্র স্থাপনের সুনিশ্চয়তা এনে দিয়েছে।

    কিছু কিছু সফ্টওয়্যার শিল্পপ্রতিষ্ঠান বেশ সাফল্য লাভ করেছে । তবে চীনের সফ্টওয়্যার শিল্প ক্ষেত্র এখনও বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন, শিল্প ও শিল্পপ্রতিষ্ঠানের ব্যাপকতা একটু ছোট, বিশ্বের সফ্টওয়্যার শিল্পগুলোর মধ্যে চীনের সংখ্যা বেশ কম এবং উন্নত দেশগুলোর সঙ্গে এর ব্যবধান এখনও উল্লেখ্যযোগ্য। " একাদশ চীন আন্তর্জাতিক সফ্টওয়্যার মেলা"-য় চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী লৌ ছিন চিয়ান বলেছেন, আগামি ১৫ বছর হচ্ছে চীনের সফ্টওয়্যার শিল্প উন্নয়নের সন্ধিক্ষণ । রাষ্ট্রীয় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক চাহিদা এবং ইন্টারনেটের দ্রুত উন্নয়ন সব সফ্টওয়্যার শিল্প উন্নয়নের জন্য একটি উপযুক্ত সুযোগ এনে দিয়েছে। তিনি বলেছেন " সফ্টওয়্যার-এর দ্বারা তথ্য সেবা বিশ্বের বাণিজ্য ক্ষেত্রে অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। চীন উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি বৃহত্ দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আদান প্রদান ও সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। যাতে সম্মলিতভাবে সফ্টওয়্যার শিল্পের সুষ্ঠু উন্নয়নকে ত্বরান্বিত করা যায়।"