৯ জুলাই চীনের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , এ বছর চীন ৮০ লাখ গ্রামীণ শ্রমশক্তিকে কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দেবে ।
জানা গেছে , এ বছর চীন গ্রামাঞ্চল থেকে শহরে স্থানান্তর হয়েছে ও কর্মসংস্থান হয়নি এমন ৪০ লাখ শ্রমশক্তিকে এবং ৪০ লাখ কর্মরত কৃষি শ্রমিককে প্রশিক্ষণ দেবে ।
গ্রামীণ শ্রমশক্তিকে পেশাদারী প্রশিক্ষণ ও পেশাদারী প্রকৌশল চিহ্নিত করার পরিসেবা জোরদার এবং তাদের কর্মসংস্থানের ক্ষমতা বাড়ানোর জন্য চীনের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় আগামী ৫ বছরের মধ্যে শহরে আসা ৪ কোটি গ্রামীণ শ্রমিককে পেশাদারী প্রশিক্ষণ দেবে ।
চীন একটি কৃষি প্রধান বড় দেশ । মোট লোকসংখ্যার মধ্যে কৃষকের অনুপাত বেশি । গ্রামাঞ্চলে অতিরিক্ত শ্রমশক্তি বেশি । জানা গেছে , এখন চীনের গ্রামাঞ্চলের প্রায় ৫০ শতাংশ শ্রমশক্তি ইতোমধ্যে অ-কৃষি উত্পাদনে পরিবর্তিত হয়েছে । গ্রামীণ শ্রমশক্তির গুণগতমান ও কর্মসংস্থানের ক্ষমতা বাড়ানোই হচ্ছে প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য । --চুং শাওলি
|