v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-09 20:58:55    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৭/৯

cri

    জনসাধারণের মেধা স্বত্ব সংরক্ষণের চেতনা উন্নত করার জন্য সম্প্রতি চীনের সংশ্লিষ্ট বিভাগ সমগ্র দেশে মেধাস্বত্ব সংরক্ষণের প্রচার অভিযান চালিয়েছে। মেধা স্বত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সংগীত মহলের ব্যক্তিরা এই প্রচার অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাদের উদ্যোগে পেইচিংয়ে মেধা স্বত্ব সংরক্ষণ সম্পর্কিত শীর্ষ ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামে মেধা স্বত্ব সংরক্ষণের উত্তম পরিবেশ সৃষ্টি করা এবং সুরকারদের আরো সুন্দর সুন্দর সুর রচনা করতে উত্সাহ দেওয়ার বিষয় আলোচনা করা হয়েছে। ১০ জুলাই সংস্কৃতির সম্ভার আসরে এই বিষয় নিয়ে আলোচনা হবে।  

  জল বাস

    কুয়াং চৌ হচ্ছে দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশের রাজধানী। বিখ্যাত চু চিয়াং নদী পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সারা শহরে বহমান। দীর্ঘ চু চিয়াং নদী কুয়াং চৌকে চু চিয়াং নদীর দক্ষিণ তীর, চু চিয়াং নদীর উত্তর তীর ও ফাং ছুন-এ তিনটি এলাকায় বিভক্ত করেছে। গত এপ্রিল মাসে কুয়াং চৌয়ের যাতায়াতের ব্যস্ততম অবস্থা প্রশমিত করার জন্যে কুয়াং চৌ পৌর সরকার চু চিয়াং নদীর দুই তীরের মধ্যে ক্ষুদ্র আকারের দ্রুতগামী স্টিমার – জল বাস চালু করছে। এ জল বাসগুলো পুরনো স্টাইলের ফেরির স্থলাভিষিক্ত হয়েছে। এ জল বাসগুলো সাবওয়ে ও পাবলিক বাসগুলোর সঙ্গে মিলে কুয়াংচৌয়ের আধুনিক শহুরে গণ যাতায়াত ব্যবস্থা গড়ে তুলেছে। ১১ জুলাই সমাজ দর্পণ আসরে শি চিং উ কুয়াংচৌবাসীদের এ জল বাস সম্পর্কে কিছু বলবেন।

 তাচাও মন্দির

  চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহরের কেন্দ্রস্থলে একটি বিরাট মন্দির দাঁড়িয়ে আছে। এটাই প্রসিদ্ধ তাচাও মন্দির। হাজার বছরের পুরনো এই প্রাচীন মন্দিরের যেমন তিব্বত জাতির ঐতিহ্যবাহী ইতিহাস ও উজ্জ্বল সংস্কৃতি রয়েছে, তেমনি এই জাতির গৌরবকেও তুলে ধরা হয়েছে। ১১ জুলাই ওরা অনন্য আসরে তিব্বতের তাচাও মন্দির সম্পর্কে থাং ইয়াও খান আপনাদের কিছু বলবেন।

    চীনের হংকং হচ্ছে বিশ্ব বিখ্যাত অর্থ, বাণিজ্য ও জাহাজ পরিবহনের কেন্দ্র। তথ্য, প্রযুক্তি ও অর্থ ক্ষেত্রে হংকং অপেক্ষাকৃত প্রবল প্রতিন্দ্বন্দ্বিতায় প্রাধান্য বজায় রেখেছে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হংকং ও চীনের মূলভূভাগের মধ্যে অনেক পারস্পরিক পরিপূরকতা বেশি এবং সহযোগিতার ভিত্তি ভালো। চীনের কোলে প্রত্যাবর্তনের দশ বছরে হংকং ও মূলভূভাগের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দিনে দিনে জোরদার হয়েছে। ১২ জুলাই অর্থনীতির অগ্রযাত্রা আসরে শুনুন এ সম্পর্কে একটি প্রতিবেদন।

    তাচাও মন্দিরের পরিচয় পাওয়ার পর ১২ জুলাই চলুন বেড়িয়ে আসরে ছাও ইয়াও হুয়া ও আবাম ছালাউদ্দিন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহরের প্রাচীন বাণিজ্য রাস্তা -- বাখো রাস্তার পরিচয় দেবেন। বাখো রাস্তা লাসার পুরনো শহরাঞ্চলে অবস্থিত। এর ইতিহাস ১৩০০ বছরেরও বেশি। সুন্দর সুন্দর পাথর দিয়ে তৈরি এই রাস্তা হচ্ছে বর্তমানে লাসা শহরে সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা। অনেক তিব্বতীর শিল্পকলার দোকান সেখানে রয়েছে। অধিকাংশ দোকানে ঐতিহ্যিক তিব্বতী তাংকার ছবি ও হাতে আঁকা তিব্বতী কম্বল বিক্রি হয়। অনেক বিদেশী পর্যটক এখানে আসেন। তিব্বতের ওপর আগ্রহী শ্রোতাবন্ধুরা এ অনুষ্ঠানটি শুনতে ভুলবেন না কিন্তু।

    গত কয়েক বছর ধরে চীনের বৃহত্তম রাসায়নিক সার শিল্প প্রতিষ্ঠান --- চীনের রাসায়নিক সার কোম্পানি রাসায়নিক সারসহ কৃষি কর্মের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট পরিসেবা কাজকর্মে নিয়োজিত রয়েছে। এই কোম্পানির উদ্যোগে সারা দেশে কৃষি কর্মের পরিসেবা ও রাসায়নিক সার সরবরাহ বিষয়ক আদর্শ গ্রাম নামে একটি অভিযান চালানো হচ্ছে। ২০০৬ সালে এই কোম্পানির রাসায়নিক সার বিক্রির পরিমাণ ১.২ কোটি টন ছাড়িয়ে গেছে। কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে সার ব্যবহার, কৃষি উত্পাদনের খরচ কমানো এবং ফসলের উত্পাদনের পরিমাণ ও উত্কৃষ্টতা বাড়ানোর জন্য এই কোম্পানি যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে। কৃষকদের কাছে এই কোম্পানি কৃষি কর্মের পরিসেবা ও রাসায়নিক সার সরবরাহ বিষয়ক একটি বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে দাঁড়িয়েছে। ১৩ জুলাই সেই গ্রাম এই জীবন আসরে থান ইয়াও খাং এই বিষয় নিয়ে আপনাদের কিছু বলবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় আজ বিদায় নিচ্ছি। (ইয়ু কুয়াং ইউয়ে)