v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-09 20:25:30    
চীন সরকার দরিদ্র ছাত্রদের দেয় আর্থিক সাহায্য বাড়াবে

cri

  চলতি বছরের সেপ্টেম্বর মাসে শরত্কালীন টার্ম থেকে চীনের অর্থ মন্ত্রণালয় ধাপেধাপে দরিদ্র ছাত্রদেরকে দেয় আর্থিকসাহায্য বাড়িয়ে দেবে । আগামী কয়েক বছরের মধ্যে এই আর্থিক সাহায্য ৫০ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়াবে । সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত দরিদ্র ছাত্রদের সংখ্যাও বেড়ে যাবে ।

  বর্তমানেচীনের উচ্চ শিক্ষা ও পেশাদারী শিক্ষা অ-বাধ্যতামূলকশিক্ষা পর্যায়ে অন্তর্ভূক্ত রয়েছে । ছাত্রদের অপেক্ষাকৃত উচ্চ অনুপাতের শিক্ষার ফি, স্কুল ফি, আবাসিক ফি এবং অন্যান্য ফি সহ প্রতিছাত্রের বছরে প্রায় ১০ হাজার ইউয়ান লাগবে । এই পরিমান দরিদ্র পরিবার বিশেষ করে কৃষক পরিবারের জন্যএকটি অতি ভারী বোঝা ।

  মধ্য চীনের হুপেই প্রদেশের গ্রামাঞ্চল থেকে আসা ওয়াং লেইলেই পেইচিং সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। সাংবাদিককে সে জানিয়েছে, তার বড় বোন স্নাতকত্তোর ছাত্রী হিসেবে পড়ছে । তার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভাল নয় । বড় বোন ও তার স্কুল ফি দিতে বাবা মা সক্ষম নন । কিন্তু রাষ্ট্রের দরিদ্র ছাত্রদের আর্থিকসাহায্য নীতির সমর্থনে ওয়াং লেইলেইর লেখাপড়ার কোনো ক্ষতি হয়নি । সে বলেছে, আমার পরিবারের আর্থিক অবস্থা ভাল না । বিশ্ববিদ্যালয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাহায্যে আমরা রাষ্ট্রীয় ঋণের জন্য আবেদন জানাই । ছ' মাসের মধ্যেই প্রতি বছর ৬০০০ ইউয়ানসহ আমরা তিন বছর ঋণ পেয়েছি । তাছাড়া প্রতি বছর সরকার আমাকে ১৫০০ ইউয়ান সাহায্য দেয় । আমার পড়াশোনার ফলাফল ভালই । প্রতি টার্মে আমি কিছু বৃত্তিও পাই । বলা যায় ,এ ব্যাপারে বাবা মার ওপর কোনো চাপ নেই ।

  এক পরিসংখ্যানে জানা গেছে , চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১ কোটি ৭০ লাখ ছাত্র পড়ছে । এদের মধ্যে ২০ শতাংশ ছাত্রের পরিবারের আর্থিক অবস্থা ভাল না । যাতে ওয়াং লেইলেইর মতো দরিদ্র ছাত্ররাসুষ্ঠুভাবে তাদের লেখাপড়া সম্পন্ন করতে পারে তার জন্যে চীন সরকার বহুমুখী সাহায্যকারী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে । এখন সরকার ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানতঃ রাষ্ট্রের সাহায্যকারী ঋণ , সাহায্যকারী অর্থ এবং পরিশ্রম ও লেখাপড়া ব্যবস্থা এবং স্কুলফি মৌকুব করা সহ নানা ধরণের পদ্ধতির মাধ্যমে দরিদ্র ছাত্রদের সাহায্য করছে ।

  ওয়াং লেইলেই প্রতি বছর প্রায়সাত-আট হাজার ইউয়ান সাহায্য পাচ্ছে । কিন্তু প্রতিটি দরিদ্র ছাত্র ওয়াং লেইলেইর মতো সৌভাগ্যবাননয় । তাদের মধ্যে অনেকে আর্থিক সমস্যার কারণে লেখাপড়া শেষ করতে পারে নি । এই সমস্যা সমাধানের জন্য চীন সরকার ধাপেধাপে দরিদ্র ছাত্রদেরকে আর্থিক সাহায্য প্রদান ব্যবস্থা জোরদার করবে । চীনের শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , আগামী কয়েক বছরের মধ্যে নতুন সাহায্য নীতি বাস্তবায়নের সাথে সাথে সরকার দরিদ্র ছাত্রদের সাহায্যে প্রতি বছর ৫০ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করবে । তখন প্রতি বছর চীনের বিশ্বিবদ্যালয়েরপ্রায় ৪০ লাখ ছাত্র এবং মাঝারি পেশাদারী স্কুলের ১৬ লাখ ছাত্র নানা ধরণের আর্থিকসাহায্য পাবে ।

  এক সাক্ষাত্কারে চীনের অর্থমন্ত্রণালয়ের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তা চাও লু বলেছেন, সেপ্টেম্বর মাসের নতুন টার্ম থেকে চীন দরিদ্র ছাত্রদেরকে দেয়া আর্থিক সাহায্য বাড়িয়ে দেবে । তিনি বলেছেন , নতুন টার্মে কেন্দ্রীয় ও স্থানীয় সরকার নতুন সাহায্যদান নীতির বাস্তবায়নে ১৫.৪ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করবে । এর আগে প্রতি বছর এই ক্ষেত্রে মাত্র ১.৮ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করতো।

  জানা গেছে , নতুন নীতি অনুযায়ী প্রতি বছরেই প্রতিটি ছাত্র ২০০০ ইউয়ান করে আর্থিক সাহায্য পাবে । সাহায্যপ্রাপ্ত ছাত্রের সংখ্যা বেড়ে আগের চেয়ে সাত গুণ বেশি । প্রায় ৫ লাখ শ্রেষ্ঠ দরিদ্র ছাত্রের প্রতিজনই প্রতি বছর ৫০০০ ইউয়ান করে পুরস্কার পাবে । ---চুং শাওলি