চীনের উপ-প্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান সম্প্রতি বলেছেন , চীনের কেন্দ্রীঁয় সরকার তিব্বতের যত্ন নেয়া এবং তাকে সার্বিকভাবে সাহায্য করার যে নীতিমালা পালন করছে , তাতে তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে ।
৫ থেকে ৭ জুলাই পর্যন্ত চেং ফেই ইয়ান তিব্বতের লাসা ও লিন চিসহ বিভিন্ন পরিবেশ সুরক্ষা অঞ্চল , জলবিদ্যুত্ প্রকল্প , স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পের উন্নয়ন , শহর ও গ্রামাঞ্চলের বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজ এবং কৃষক ও পশু পালকদের উত্পাদন ও জীবনধারার বিভিন্ন ক্ষেত্র ্ পরিদর্শন করেছেন । তিনি রেল গাড়িতে লাসা থেকে ছিংহাই প্রদেশের কেরমো পর্যন্ত ছিংহাই-তিব্বত রেলপথ বরাবর পরিবেশ সুরক্ষা , রেল পরিবহন এবং গণ নিরাপত্তাসহ বিভিন্ন ব্যাপারেও খোঁজ খবর নিয়েছেন ।
তিনি বলেছেন , গত কয়েক বছরে তিব্বতের অর্থনীতি স্থির গতিতে প্রসারিত হয়েছে , পরিবেশ সুরক্ষা ও সমাজের বিভিন্ন নির্মাণকাজে লক্ষণীয়ভাবে সাফল্য অর্জিত হয়েছে এবং আর্থ-সামাজিক উন্নয়ন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সময়ে প্রবেশ করেছে । ( থান ইয়াও খাং )
|