২৯তম অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সংবাদ মাধ্যম বিভাগের প্রধান সুং ওয়েই চিয়া বলেছেন , পেইচিং অলিম্পিক গেমসে প্রকৃতভাবে এবং প্রথমবারের মতো ব্রড ব্যান্ড ও রেডিও টেলি-যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে ।
সম্প্রতি সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন , ব্রড ব্যান্ডের মাধ্যমে টেলি-যোগাযোগ ব্যবস্থা সংবাদ মাধ্যমের কেন্দ্র , অলিম্পিক গেমস পল্লী ও সংবাদ মাধ্যম পল্লীতে কাজে লাগানো হবে । এ ছাড়া রেডিও টেলি-যোগাযোগ ব্যবস্থাও তথ্য কেন্দ্র এবং অলিম্পিক গেমস পল্লী ও সংবাদ মাধ্যম পল্লীতে ব্যবহৃত হবে ।
তিনি বলেছেন , চীন সরকার অলিম্পিক গেমস চলাকালে বিদেশী সংবাদদাতাদের জন্য ইন্টারনেট সুবিধা প্রদান করবে । যাতে অলিম্পিক গেমস চলাকালে বিদেশী সংবাদদাতাদের ইন্টারনেট বিষয়ক কাজকর্ম ব্যাহত না হয় । (থান ইয়াও খাং)
|