ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রীর অফিস ৮ জুলাই এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী জিপি লিভনি এদিন জেরুজালেমে ফিলিস্তিনের জরুরী সরকারের প্রধানমন্ত্রী , অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী সালাম ফায়াদের সঙ্গে বৈঠক করেছেন। এটি হলো ফায়াদের এ বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে দায়িত্ব গ্রহণের পর, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম বৈঠক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দু'পক্ষ ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং ইসরাইলের নিরাপত্তার স্বার্থ সুনিশ্চিত করা এবং ফিলিস্তিনী অধিবাসীদের জীবন যাত্রার মান উন্নতির বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নিয়ে আলোচনা করেছে।
ফায়াদের অফিসের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, এবারের আলোচনায় ইসরাইলের কিছু কিছু চেক-পয়েন্ট উঠিয়ে নেয়া ছাড়াও, অনেক রাজনৈতিক সমস্যা রয়ে গেছে।
|