চীন ও দক্ষিণ কোরিয়ার বিনিময় বার্ষিকীর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী হিসেবে চীনের থিয়েন চিন---দক্ষিণ কোরিয়া বন্ধুত্বপূর্ণ সপ্তাহ ৮ জুলাই থিয়েন চিন শহরে শুরু হয়েছে।
পাঁচ দিনব্যাপী থিয়েন চিন---দক্ষিণ কোরিয়া বন্ধুত্বপূর্ণ সপ্তাহের বিষয়বস্তু হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রায় ১৫০টি শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে গঠিত বাণিজ্যিক প্রতিনিধি দল এবং থিয়েন চিনের শিল্পপতিগণের অংশ নেয়া পুঁজি বিনিয়োগ সংক্রান্ত আলোচনা সম্মেলন , দক্ষিণ কোরিয়ার ফিল্ম সপ্তাহ ও দক্ষিণ কোরিয়ার ছবি প্রদর্শনী আয়োজন।
অনুষ্ঠানের সময় দক্ষিণ কোরিয়ার পুঁজি বিনিয়োগকারী প্রতিনিধি দল থিয়েন চিনের বিনহাই নতুন অঞ্চল সফর করবে এবং ইলেকট্রন ও গাড়ি তৈরী করা ও জীব ওষুধসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বিনিময় করবে।
সাম্প্রতিক বছরগুলোতে থিয়েন চিন ও দক্ষিণ কোরিয়ার আর্থ-বাণিজ্যিক- সাংস্কৃতিক বিনিময় ও জনগণের বিনিময় ধাপে ধাপে ঘনিষ্ঠ হচ্ছে।
(পান্না)
|