চীনের গণ কল্যাণ দফতর সূত্রে জানা গেছে, ৮ জুলাই বিকাল চারটা পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে চিয়াং সু, আন হুই, হো নান, হু বেই, সি ছুয়ান, ছোং চিং, শান সি এই সাতটি প্রদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকার জনগণের সংখ্যা এক কোটি ৬০ লাখেরও বেশি। এ পর্যন্ত ৯৪জন নিহত এবং ২৫জন নিখোঁজ রয়েছে।
জানা গেছে, এবারের মুষলধারে বৃষ্টিতে প্রত্যক্ষ আর্থিক ক্ষতি প্রায় ৩৮২ কোটি ৮০ লাখ ইউয়ান।
২৮ জুন থেকে চীনের হুই নদী এবং পূর্ব সি ছুয়ান এবং দক্ষিণ শান সি এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে গুরতর পাহাড়ী ঢল , পাহাড়ী ভুমি ধ্বস এবং কাদা-পাথরের প্রবাহ হয়েছে। বর্তমানে দুর্গত এলাকায় ত্রাণ কাজ পুরোদমে করছে।
(পান্না)
|