জাতিসংঘের মহাসচিব বান কি- মুন ৮ জুলাই এক বিবৃতিতে ইরাকের অবনতিশীল পরিস্থিতি ও বোমা বিস্ফোরণ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে পুনরায় ইরাকের বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে যৌথভাবে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যাতে একটি শান্তি ও স্থিতিশীল ইরাক প্রতিষ্ঠা করার জন্য সত্যিকারভাবে রাজনৈতিক সংলাপ চালানো যায়। বিবৃতিতে নিহতদের আত্মীয়স্বজনকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের শারীরিক অবস্থার সুষ্ঠু উন্নতির আশা প্রকাশ করেছেন।
ইরাকের রাজধানি বাগদাদের উত্তরাঞ্চলের তিনটি গ্রামে ৬ ও ৭ জুলাই ভোরে বেশ কয়েকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩০ জন নিহত এবং ২৪০ জন আহত হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন ।
|