৭ জুলাই ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি আশা করেন ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী দমিনিক স্ট্রাউস খান আন্তর্জাতিক অর্থ তহবিলের নতুন প্রধানে পরিণত হবেন ।
তিনি বলেন, তিনি তাঁর মতামত যুক্তরাষ্ট্র, বৃটেন, স্পেন এবং ইতালির নেতৃবৃন্দকে জানিয়েছেন । এ ছাড়া ই.ইউ.'র অর্থমন্ত্রী সম্মেলন ৯ জুলাই ব্রাসেলসে অনুষ্ঠিত হবে । তখন তিনি অংশগ্রহণকারী বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করবেন । তিনি মনে করেন, আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান হিসেবে ন্যায়বিচার করার ক্ষমতা, প্রচুর অভিজ্ঞতা এবং বহু ভাষা জানা থাকতে হবে । কান হবেন এ দায়িত্ব পালনে যথাযথ ব্যক্তি । (ছাও ইয়ান হুয়া )
|