পেইচিং অলিম্পিক গেমস--২০০৮ এবং শাংহাই বিশ্ব মেলা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি চীন খুব সম্ভবত ২১ শতাব্দীতে বিশ্বের প্রথম পর্যটন গন্তব্য পরিণত হবে ।
প্রচুর প্রাকৃতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার এবং নিরাপদ পর্যটন পরিস্থিতির কারণে চীনের বিশ্বের পর্যটন গন্তব্যস্থান তালিকার অবস্থান দ্রুত উন্নত হচ্ছে । বর্তমানে চীনের পর্যটন বাজার বার্ষিক ২০ শতাংশ গতিতে বৃদ্ধি পাচ্ছে ,যা বিশ্বের পর্যটন শিল্পের উন্নয়ন কাঠামোয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । আই.সি.সি.এ অনুমাণ করছে যে, চীন খুব সম্ভবত ২১ শতাব্দীতে বিশ্বের প্রথম পর্যটন গন্তব্যস্থানে পরিণত হবে ।
তদন্ত থেকে জানা গেছে, ২০০৬ সালে বিশ্বের ৩৭ শতাংশ শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক সম্মেলন, প্রদর্শনী ও পর্যটন কার্যক্রম আয়োজনের প্রথম স্থানে হবে চীনের মূলভূভাগ ।
(ছাও ইয়ান হুয়া)
|