৭ জুলাই জাতিসংঘের দারফুর বিষয়ক বিশেষ দূত জান এলিয়াসন খার্তুমে বলেছেন, তিনি সুদানের দারফুর অঞ্চলের শান্তিপূর্ণ ভবিষ্যত নিয়ে আশাবাদী ।
এদিন তিনি পৃথক পৃথকভাবে সুদানের প্রেসিডেন্টের উপদেষ্টা মুস্তফা ওসমান ইসমাইল এবং পররাষ্ট্রমন্ত্রী লাম আকোলের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকের পর তিনি বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর দারফুর শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য চালানো প্রচেষ্টা অগ্রগতি অর্জন করেছে । ভবিষ্যতে রাজনৈতিক সমাধানের প্রস্তাব বাস্তবায়িত হবে বলে অনুমাণ করা হচ্ছে।
ইসমাইল পুনরায় ঘোষণা করেছেন যে, সুদান সরকার জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সঙ্গে দারফুরে তাদের যৌথ শান্তিরক্ষা অভিযান চালানো চুক্তি মেনে চলবে এবং আশা করে নিরাপত্তা পরিষদ যত তাড়াতাড়ি সম্ভব যৌথ নিরাপত্তা কার্যক্রমে সাহায্য দেয়া সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে ।
৫ জুলাই এলিয়াসন খার্তুমে পৌঁছেন । ৭ জুলাই রাতে আফ্রিকান ইউনিয়নের দারফুর বিষয়ক বিশেষ দূত সালি আহমেদ সালিম খার্তুমে পৌঁছেন । ৮ জুলাই তাঁর এলিয়াসনের সঙ্গে দারফুরে গিয়ে স্থানীয় সরকার বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা। (ছাও ইয়ান হুয়া )
|