৭ জুলাই পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের বালুচিস্তান সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সতর্ক করে দিয়ে বলেছেন যে, লাল মসজিদে অবস্থানরত চরম ইসলামপন্থীদের যত তাড়াতাড়ি সম্ভব সরকারের কাছে আত্মসমর্পণ করা উচিত । নইলে তারা সবাই মারা পড়ার মতো ঝুঁকিতেই থাকবে।
তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার লাল মসজিদের সকল চরম ইসলামপন্থীদের হত্যা করতে সক্ষম । কিন্তু মসজিদে নিরীহ শিশু ও নারীদের জীবনের কথা চিন্তা করে সরকার ধৈর্য্য ও সংযম বজায় রাখছে । তিনি বলেছেন, সরকার আরো বেশি নিরীহ নাগরিকদের উদ্ধার করার প্রচেষ্টা চালাচ্ছে ।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শের্পাও এদিন পুনরায় ঘোষণা করেছেন যে, পাকিস্তান সরকার বেশি হতাহতের ঘটনা এড়ানোর জন্য বহুদিন ধরে লাল মসজিদের সমস্যা সমাধানের চেষ্টা করছে । তিনি আরো বলেছেন, সরকার কারফিউ জারীর আওতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে । যাতে সামরিক অভিযানের কারণে স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রার ক্ষতি কমানো যায় ।
(ছাও ইয়ান হুয়া )
|