চীন ভারতের 'পূর্বাঞ্চলের গ্যাস পশ্চিমাঞ্চলে স্থানান্তর সংক্রান্ত' পাইপ লাইনের অবশিষ্ট অংশ ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে সাংহাই থেকে ভারত পাঠানো হয়েছে। এটা হচ্ছে আন্তর্জাতিক বৃহত্তম লৌহ-পাইপ স্থাপন চুক্তির অংশ।
ভারতের 'পূর্বাঞ্চলের গ্যাস পশ্চিমাঞ্চলে স্থানান্তর' প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন প্রকল্প হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস পরিবহন। তা ভারতের পূর্ব উপকুল থেকে পশ্চিম উপকুল পর্যন্ত বিস্তৃত। লাইনটির দৈর্ঘ্য হচ্ছে ১ হাজার ৪শ' কিলোমিটার। গত বছর, চীনের পাও চি তেল লৌহ-পাইপ কোম্পানি দেশী-বিদেশী ১০টিরও বেশী কোম্পানীর সঙ্গে প্রতিযোগিতা করে পাইপ লাইন স্থাপনের কাজ পেয়েছে। এর মাধ্যমে ভারতের 'পূর্বাঞ্চলের গ্যাস চীনের পশ্চিমাঞ্চলে স্থানান্তার সংক্রান্ত' ১ হাজার ২৪৪ কিলোমিটার পাইপ লাইন স্থাপনে ৬ লাখ টন পাইপ রপ্তানী করে ৫৩.৭ কোটি মার্কিন ডলার উপার্জনে সক্ষম হয়েছে। (খোং চিয়া চিয়া)
|