চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন ৬ জুলাই পেইচিংয়ে জাঁকজমকপূর্ণভাবে সামরিক বাহিনীর কর্মকর্তাদের জেনারেল পদে উন্নীতকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান কুও বুওসিয়োং ২০ জুন কমিশনের চেয়ারম্যান হু চিনথাওয়ের স্বাক্ষরিত সামরিক বাহিনীর জেনারেল পদে উন্নীতকরণ আদেশ জারি করেছেন। এবারে সামরিক বাহিনীর জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত পদস্থ সেনা কর্মর্কা হচ্ছেন, ডেপুটি চিফ অব দি জেনারেল স্টাফ সু ছিলিয়াং, সাধারণ রীয়্যার সার্ভিস বিভাগের রাজনৈতিক কাউন্সিলার ও নৌ-বাহিনীর সেনাপতি উ শেংলি।
চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হু চিনথাও এসব উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
চীনা গণ মুক্তি ফৌজ গত শতাব্দীর ৫০-এর দশক থেকে সামরিক পদবী চালু করে। ১৯৬৫ সালের সামরিক পদবী বাতিল করা হয়েছে। ১৯৮৮ সাল থেকে সামরিক পদবী পুনরায় শুরু হয়। ১৯৫৫ সালে চীনে প্রথম বারের মতো সামরিক পদবী চালু হওয়া এবং ১৯৮৮ সালে সামরিক পদবী পুনরায় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬৭ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও পুলিশ অফিসার সামরিক বাহিনীর জেনারেল পদবী ও পুলিশ পদবী পেয়েছেন।
|