৫ জুলাই রাত ৮টা ৮ মিনিটে চীনের সিছায়াং ভূউপগ্রহ কেন্দ্র থেকে "লং মার্চ-তিন নম্বর তিন" পরিবাহক রকেট দিয়ে সাফল্যের সঙ্গে "চোংশিং ছয়-বি"টেলিযোগাযোগ উপগ্রহকে মহাশূন্যে পাঠানো হয়েছে।
"চোংশিং ছয়-বি" উপগ্রহ ফ্রান্সের কোম্পানির উদ্যোগে তৈরী করা হয়। এর আয়ু ১৫ বছর। মহাশূন্য এই উপগ্রহ স্থাপনের পর বেতার ও টিভি অনুষ্ঠানের জন্যে উচ্চমানসম্পন্ন পরিসেবা যোগাবে।
এবারের উপগ্রহের নিক্ষেপ হচ্ছে চীনের লং মার্চ নামে ধারাবাহিক পরিবাহক রকটের ১০১ তম উত্ক্ষেপন। (লিলি)
|