চীনের জাতীয় কপিরাইট ব্যুরো সূত্রে জানা গেছে, ২০০৭ সালের আন্তর্জাতিক কপিরাইট ফোরাম ১৮ জুলাই পেইচিংয়ে শুরু হবে।
চীন, যুক্তরাষ্ট্র, ই ইউ, দক্ষিণ কোরিয়ার, জাপান, সিঙ্গাপুর এবং আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের সরকারী কর্মকর্তারা, শিল্প মহলের প্রতিনিধিরা এবং বিশেষজ্ঞ ও পন্ডিতগণ "নেট ওয়ার্ক ইন্টারনেটে কপিরাইট সংরক্ষণ" এবং "নেট ওয়ার্ক ইন্টারনেটের কপিরাইটের জন্য আইনী পরিবেশ প্রতিষ্ঠা করা"সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
চীনের জাতীয় কপিরাইট ব্যুরো এবং বিশ্ব মেধা-স্বত্ব সংস্থার যৌথ উদ্যোগে এবারের ফোরাম অনুষ্ঠিত হবে। ২০০৬ সাল থেকে প্রতি বছর এক বার করে এই ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এর লক্ষ্য হলো অর্থনীতির বিশ্বায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নে কপিরাইট সংরক্ষণ ক্ষেত্রের গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করা। (লিলি)
|