হংকং মাতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার দশ বছরের সুফল সম্পর্কিত একটি প্রদর্শনী পেইচিংয়ে চলছে । বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী দেখে সাংবাদিকদের বলেছেন , এই প্রদর্শনীর মধ্য দিয়ে দিয়ে হংকংয়ে এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতির সুফল প্রমাণ করেছে । প্রত্যাবর্তনের দশ বছরে হংকং স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে , মূলভূভাগের সঙ্গে যোগাযোগও আরো ঘনিষ্ঠ হয়েছে । ছাত্রছাত্রীরা হংকংয়ের আরো উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন ।
প্রদর্শনী পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হংকংয়ের সমৃদ্ধি ও উন্নয়নকে অনুভব করে বলেছেন , হংকং একটি স্বাধীন ও শিল্পোন্নত মহানগর । হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলোও ভালো মনে হচ্ছে । আমি সেখানে লেখাপড়া করতে চাই ।
প্রদর্শনী কক্ষে ছাত্রছাত্রীরা দেখেছেন , হংকং একটি ছোট জেলে গ্রাম থেকে একটি আন্তর্জাতিক মহানগরে পরিণত হয়েছে । অনেক ছাত্র চীনের প্রয়াত নেতা তেং সিয়াও পিং ও বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম থেচারের ছবির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন । প্রদর্শনীতে চীন ও বৃটেনের মধ্যে হংকংয়ের শাসন ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের প্রামান্য চলচ্চিত্র বার বার দেখানো হচ্ছে । এ ছবি দেখে পেইচিং শিল্প ইন্সটিটিউটের ছাত্র ওয়াং চি মিন আবেগের সঙ্গে বলেছেন , এ ছবি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি । কেননা দীর্ঘদিন পর চীন হংকংয়ে পুনরায় সার্বভৌম অধিকার প্রয়োগ করতে পেরেছে । একজন চীনা হিসেবে আমি গর্ববোধ করি । পেইচিংয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইন্সটিটিউটের ছাত্র কো হাও বলেছেন , এ বছর হংকং প্রত্যাবর্তনের দশম বার্ষিকী । আমি টি ভি সেটের সামনে ঘড়ির কাটায় ৩০শে জুনের রাত ১২টার পরের পবিত্র মুহুর্তের জন্য অপেক্ষা করেছি ।
হংকংবাসীদের পক্ষে প্রত্যাবর্তনের পরের দশ বছর সাধারণ দশ বছর নয় । এই দশ বছরে হংকং এশিয়ার আর্থিক সংকট , সার্স ও বার্ড ফ্লুসহ নানা অসুবিধার সম্মুখীন হয়েছে । কিন্তু হংকং এই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । বর্তমানে বাণিজ্য ক্ষেত্রে হংকং বিশ্বে একাদশ এবং বিদেশী মুদ্রা বাজারের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রয়েছে । হংকংয়ের শেয়ার বাজার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজার ।
পেইচিং শিল্প ইন্সটিটিউটের ছাত্র ওয়াং চি মিং বলেছেন , হংকংয়ে এক দেশ দুই সমাজ ব্যবস্থা নীতির অনুশীলন সফল হয়েছে । এই নীতি চীনের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ এবং হংকংয়ের উন্নয়নের জন্য কল্যাণকর ।
চেন খাই ইং হংকংয়ের একজন ছাত্র , তিনি এখন মূলভূভাগে লেখাপড়া করছেন । পেইচিংয়ে এ প্রদর্শনী দেখে তিনি বলেছেন , সার্সের সময় হংকংয়ের প্রতি মূলভূভাগের অধিবাসীদের সমর্থন তার মনে গভীর ছাপ ফেলেছে । তিনি বলেছেন , সার্সের সময় মূলভুভাগ হংকংকে টিকাসহ অনেক প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেছে । মাতৃভূমির বলিষ্ঠ সমর্থন পেয়ে আমাদের সাহস অনেক বেড়েছে ।
গত দশ বছরে চীনের মূলভূভাগ ও হংকংয়ের মধ্যে আরো ঘনিষ্ঠ আর্থ-বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে । মূলভূভাগের নাগরিকরা সহজেই হংকং ভ্রমণ করতে পারেন । গত বছর মূলভূভাগের মোট এক কোটি ৩৬ লাখ লোক হংকং ভ্রমণ করেছেন । ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উ হাও সাংবাদিককে বলেছেন , আগামী বছর অলিম্পিক গেমসের ঘোড়- প্রতিযোগিতা হংকংয়ে অনুষ্ঠিত হবে । আমি ঘোড়-দৌড় প্রতিযোগিতা দেখতে পছন্দ করি । তখন আমি হংকং যাওয়ার চেষ্টা করবো ।
গত কয়েক বছরে শিক্ষা ক্ষেত্রে হংকং ও মূলভূভাগের সহযোগিতা অনেক বেড়েছে । সহযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে ছাত্রছাত্রী বিনিময় , মিলিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতাসহ বিভিন্ন দিক । মূলভূভাগের অনেক ছাত্রছাত্রী এখন হংকংয়ের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন । তৌ থিয়েন ইয়ু পেইচিংয়ের মেয়ে , তিনি এখন হংকংয়ের চীনা ভাষা বিশ্ববিদ্যালয়েপড়ছেন । তিনি বলেছেন , হংকংয়ের শিক্ষা পরিবেশ একটু অন্যরকম এবং হংকংয়ের সহপাঠীরা বন্ধুভাবাপন্ন । ( ফোং সিউ ছিয়েন )
|