ইরাকের প্রধানমন্ত্রী নুরী আল-মালিকি ৫ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে বলেছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী তিন মাসে বসরার নিরাপত্তা নিয়ন্ত্রণ ক্ষমতা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে।
টেলিফোন যোগে মালিকি জোর দিয়ে বলেছেন, বসরার ইরাকের নিরাপত্তা বাহিনী ও ইরাক মোতায়েন ব্রিটিশ বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা চালানো খুব প্রয়োজন। তিনি বলেছেন, তিনি আশা করেন, ইরাকে মোতায়েন ব্রিটিশ বাহিনী সমন্বয় ও সাহায্য ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরাকের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা ক্ষেত্রে আরো বেশি দায়িত্ব পালন করবে।
ব্রাউন বলেছেন, ব্রিটেন ইরাক পুনর্গঠনের কাজে অংশ নিতে এবং ব্রিটেনের কোম্পানি ইরাকে পুঁজি বিনিয়োগের সমর্থন দিতে ইচ্ছুক।
(পান্না)
|