চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ৬ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন মালদ্বিপের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টা চালিয়ে চীন ও মালদ্বিপের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অব্যাহতভাবে গভীর করতে ইচ্ছুক।
সফররত মালদ্বিপের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ শাহিদের সঙ্গে বৈঠকে ইয়াং চিয়ে ছি বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক সুষ্ঠু উন্নতি লাভ করেছে। এই সম্পর্ক হচ্ছে বড় ও ছোট দেশগুলোর মধ্যে ঐকান্তিক সহযোগিতা এবং পুনর্মিলন সহাবস্থানের দৃষ্টান্ত। মালদ্বিপ সরকার তাইওয়ান, তিব্বত ও মানবিকসহ বিভিন্ন ব্যাপারে চীনকে সমর্থন দিয়েছে বলে চীন ধন্যাবাদ জানিয়েছে।
শাহিদ বলেছেন, মালদ্বিপ সরকার একচীন নীতি অব্যাহতভাবে সমর্থন করতে থাকবে। জাতিসংঘ সনদের ভিত্তিতে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা আরো উন্নত করবে।
(পান্না)
|