চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন গত বৃহস্পতিবার বলেছে , জ্বালানী ক্ষয় বেশি এবং পরিবেশকে গুরুতরভাবে দূষণ করে বলে এ বছরের প্রথমার্ধে চীন ৫৫ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্র তাপ বিদ্যুত যন্ত্রপ্রকল্প বন্ধ করে দিয়েছে ।
জানা গেছে , এসব যন্ত্রপ্রকল্প বন্ধ করে দেয়ার পর প্রতি বছর কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টন এবং সালফার ডাই-অক্সাআইড নির্গমনের পরিমাণ প্রায় ২ লাখ টন কমানো সম্ভব হবে ।
গত কয়েক বছরে চীনের বিদ্যুত শক্তি শিল্পের প্রসারের সংগে সংগে তাপ বিদ্যুত যন্ত্রপ্রকল্পগুলোতে জ্বালানী ক্ষয় ও পরিবেশ দূষণের সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে । জ্বালানী বাঁচানো ও দূষিত পণ্য নির্গমন হ্রাসের লক্ষ্যে চীন সরকার ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে ৫ কোটি কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্র তাপ বিদ্যুত যন্ত্রপ্রকল্প বন্ধ করে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ।
|