যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন , যুক্তরাষ্ট্র রাশিয়ার সংগে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে তার পরামর্শ অব্যাহত রাখবে ।
বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক খবরে প্রকাশ , যুক্তরাষ্ট্রের কংগ্রেস বুশ সরকারের পেশকৃত পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর পরিকল্পনায় সম্মত হয় নি ।
অন্য একটি খবরে প্রকাশ , রাশিয়া সফররত জার্মানীর বাভারিয়া অংগরাজ্যের রাজ্যপাল এডমুন্ড স্টোইবার বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংগে এক বৈঠকে মিলিত হন । বৈঠকে পুতিন প্রস্তাব দিয়েছেন যে , রাশিয়া ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ এবং রুশ-ন্যাটো পরিষদের নেতৃত্ব গ্রহণ করতে পারে । ( শি )
|