প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি আমি আপনাদের বন্ধু লিলি। এখন সবাই মিলে সুন্দর সুন্দর গান শুনবো।
ভারতের পশ্চি বঙ্গের বর্দ্ধমান জেলার হটুদেওয়ান নাগের পাড়ার রেডিও শ্রোতা সংঘের রমা চক্রবত্তী আমাদের অনুষ্ঠানে মিতা চ্যাটাজীর কন্ঠে পালকিতে বউ চলে যায় গানটি শুনতে চেয়েছেন। কিন্তু খুব দুঃখিত, আপনার পছন্দের গানটি আমাদের হাতে নেই। তাই এখন আমি মিতা চ্যাটাজীর গাওয়া "আমায় তুমি যে ভালবেসেছ"গানটি সবাইকে উপহার দিচ্ছি।
বাংলাদেশের বগুড়া জেলার ডাকাহার বেতার বন্ধু সংসদের সভাপতি মো: ওমর ফারুক আমাদের অনুষ্ঠানে শিল্পী আঁখি আলমগীরের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, সবাই একসঙ্গে আঁখি আলমগীরের গাওয়া একটি গান শুনবো। গানের নাম "তোমার দুনিয়া"।
বাংলাদেশের চট্টগ্রামের হালি শহরের বৌ-বাজারের কামরুল হুদা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী বিপ্লবের কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, এখন আমি "তুমি কেন লাইলী হবে"নামক বিপ্লবের গাওয়া গানটি শোনাচ্ছি। আশা করি, সবাই পছন্দ করবেন।
বাংলাদেশের ফরিদপুর জেলার জগন্নাথদী মোল্যা বাড়ী গ্রামের ইনডিপেনডেন্ট রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক মো: কামাল হোসাইন তাঁর চিঠিতে লিখেছেন, আমি এবং আমার ক্লাবের সকল সদস্য জহির আহমেদ গাওয়া "তোমাকে হারাতে যদি হয়"গানটি শুনতে চাই। আশা করি সম্ভব বা সংগ্রহে থাকলে প্রচার করবেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আপনাদের পছন্দের গানটি আমার কাছে আছে। মন কি খুব খুশি না? তাহলে গানটি শোনা যাক।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখঅনেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আজকের চাওয়া পাওয়া শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে।
|