 চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু সম্প্রতি জোর দিয়ে বলেছেন, চীন প্রাকৃতিক দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করবে। যাতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কম হয়।

জুন মাস থেকে চীনের উত্তরাঞ্চলে উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং বৃষ্টি খুব কম হচ্ছে। তাতে ইতিহাসের বৃহত্তম খরা অবস্থার সৃষ্টি হয়েছে। হুই লিয়াং ইয়ু সম্প্রতি গুরুতর দুর্গত এলাকা চিলিন ও লিয়াও নিংয়ের গ্রামাঞ্চ রিদর্শন করেছেন।

হুই লিয়াং ইয়ু জোর দিয়ে বলেছেন, চলতি বছর চীনের বন্যা ও খরা গুরুতর আকার ধারণ করছে, এ কারণে প্রাকৃতিক দুর্ঘটনা প্রতিরোধের কাজ আরো জোরদার করা উচিত। যেমন জলসেচ ব্যবস্থা আরো উন্নত করবে এবং কৃষকদের জীবন ও কৃষি কাজে সাহায্য করবে।(ইয়াং ওয়েই মিং)
|